সোমবার, ২০ মার্চ ২০২৩, ৬ চৈত্র ১৪২৯
walton

নদী পার হচ্ছি

দিলীপ কির্ত্তুনিয়া
  ১৭ মার্চ ২০২৩, ০০:০০

ভবিষ্যৎকে ধরে বর্তমানের সাথে

জোড়া দেবো বলে

নদী পার হচ্ছি ...

রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি।

এক একটা রাঙানো ভবিষ্যৎ

দূরে আলোর মতো দাঁড়িয়ে।

ভবিষ্যৎ মানে আংড়া আগুনের মতো

শুধু সুখ।

অর্জনের অবাক সমারোহ।

সফলতার আকাশ-উঁচু।

একটা নির্দিষ্ট ভবিষ্যৎ মেনে

ছিনিয়ে আনবো বলে

যেই করলাম যাত্রা শুরু ...

বেদনারও শুরু

ব্যথারও আরম্ভ।

প্রচুর ক্ষয়ক্ষতি মেনে

সামনে এগিয়ে যাওয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে