সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

তোমার জন্য

রুহুল মাহবুব
  ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

এসো এখানে চারাগাছ রোপণ করি,

তোমার সমাধিত মানুষ খুঁজে পেয়েছি,

এত গান এত প্রাণ এত ভালোবাসা।

জেনেছি তোমার জন্য।

বেদনার রং যদি বিশ্বাস কর।

কোথায় চলে যাবে একা।

একদিন বনের ভেতরে

বাঘ হরিণের খেলা দেখবে,

জানতে দাও হে কবি আগামী বছরের জন্য বছর

তুমি অপেক্ষায় থাকবে।

আবার শিশুটি পাঠশালায়।

জ্ঞানের আলো শিখাবে একদিন

যখন মেঘের বেলা

তুমি চলে যাচ্ছ একদিন।

কিশোর বেলা একদিন

তোমাকে হারাতে হবে,

এই জীবনের কি পেয়েছি,

আমি রাষ্ট্রের জন্য কি দিয়েছি।

এই পৃথিবীর চাঁদের আলোতে।

এই বাংলাদেশ কবিতার ভুবণ হব

আমি একদিন যাত্রী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে