শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ২৩ অগ্রহায়ণ ১৪৩০
walton

চোখ

শাহীন রেজা
  ২২ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

চোখের নীচে আরও একটা চোখ

একটু ভাসা-ভাসা ঘননীল লোবানগন্ধী

সেই চোখ ঈশ্বরের-

তুমি যা দেখ না

তোমার দৃষ্টি যেখানে থমকে যায়

তাঁর শুরু সেখান থেকে

জলে একটা মরাল খাবি খাচ্ছে

তার ঠিক নীচে কানকো নাড়ছে বোয়াল

তুমি মরাল দেখছ

কিন্তু বোয়াল ঢেকে আছে ধূসরে

ঈশ্বর আছেন বলেই তীব্রতর এই

দেখা নাদেখা

চোখের আড়ালে আরেকটি চোখের

নিঃসঙ্কোচ বেড়ে ওঠা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
shwapno

উপরে