শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১

চোখ

শাহীন রেজা
  ২২ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
চোখ

চোখের নীচে আরও একটা চোখ

একটু ভাসা-ভাসা ঘননীল লোবানগন্ধী

সেই চোখ ঈশ্বরের-

তুমি যা দেখ না

তোমার দৃষ্টি যেখানে থমকে যায়

তাঁর শুরু সেখান থেকে

জলে একটা মরাল খাবি খাচ্ছে

তার ঠিক নীচে কানকো নাড়ছে বোয়াল

তুমি মরাল দেখছ

কিন্তু বোয়াল ঢেকে আছে ধূসরে

ঈশ্বর আছেন বলেই তীব্রতর এই

দেখা নাদেখা

চোখের আড়ালে আরেকটি চোখের

নিঃসঙ্কোচ বেড়ে ওঠা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে