হৃদয়ে শিউলি ফোটে শিঞ্জিত শরতে।
মোহমুগ্ধ সুরভিত রঙ নিংড়ে পড়ে
বিধৃত বলয়ে
সে রঙে রঞ্জিত হয়
আমার হৃদয়
শিঞ্জিত শরতে।
দুঃখের অনুরণন
বঙ্গোপসাগরে যত কম্পমান হয়
তারও চেয়ে আরো গাঢ় সুখ এসে দোল খায়
ধ্বনি তোলা বুকে।
যে আঘাতে ছিঁড়ে যায়
বীণার ছড়ের মতো আত্মার তার, তার চেয়ে
কঠিন আঘাত
আমাকে দিলেও, দেখ, মধ্যাকর্ষণহীন
হয়ে গেছে জীবাত্মা আমার
শিঞ্জিত শরতে।