চারিদিকে শারদীয় উৎসব শুরু।
আমি তাই রজকিনী রজকিনী করে
পুকুরের পাড়ে গিয়ে বসি।
রজকিনী লাল শাড়ির আঁচল
আমার মুখের ওপর ওড়ায়।
তারপর হাতে গুঁজে দেয়
আনন্দলোকের ধারা।
রজকিনী দীপিকা পাড়ুকোন যেন।
রাতভর মোহাচ্ছন্ন করে রাখে।