শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ২৩ অগ্রহায়ণ ১৪৩০
walton

উৎসব

চঞ্চল শাহরিয়ার
  ২২ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

চারিদিকে শারদীয় উৎসব শুরু।

আমি তাই রজকিনী রজকিনী করে

পুকুরের পাড়ে গিয়ে বসি।

রজকিনী লাল শাড়ির আঁচল

আমার মুখের ওপর ওড়ায়।

তারপর হাতে গুঁজে দেয়

আনন্দলোকের ধারা।

রজকিনী দীপিকা পাড়ুকোন যেন।

রাতভর মোহাচ্ছন্ন করে রাখে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
shwapno

উপরে