সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১

আপনার প্রদর্শিত পথেই কল্যাণ

দেলওয়ার বিন রশিদ
  ২২ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
আপনার প্রদর্শিত পথেই কল্যাণ

আপনার পবিত্র কণ্ঠ নিঃসৃত

মধুর বাণী,

আমাদের চলার পথে

সর্বদা সত্যের প্রতি আহ্বান করে,

পথভ্রান্ত মানুষ কেবলি আঁধারে হাবুডুবু খায়,

বারবার পথ ভুল করে

শূন্যে হাতড়ে ফিরে কাঙ্ক্ষিত বস্তু

প্রত্যহ জগৎ সংসারে ভুলের বেসাতি করে,

কতজন হতাশায় নিজেকে সমর্পণ করে,

আপনারই আহ্বান কেবল-

পথভ্রান্ত মানুষের সঠিক দিশা,

আঁধারে প্রচলিত আলো

আপনার প্রদর্শিত পথেই শান্তি,

কল্যাণ ও নিরবচ্ছিন্ন সুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে