সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

কল্পনার রঙিন ছবি

ফারজানা ইয়াসমিন
  ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

জীবনের গলিতে শুকনো পাতা মর্মর ধ্বনি তোলে,

কোথায় যেন ঝনঝনানিয়ে মন কথা বলে।

আকাশে উড়ে কুয়াশায় ঢাকা এক প্রহরের গল্প,

ঢাকা পড়ে যায় উড়ন্ত পাখির উড়ে যাওয়ার শব্দ।

জমছে শিশির বিন্দু বিন্দু করে ঘামে ভেজা

পথের ধারে ঝরে যাওয়া ফুলে,

রোদ এসে ছুঁয়ে দেয় আলত আলিঙ্গনে।

বিষণ্ন সুরে ডেকে ওঠা কাকা পাখিদের মতোই

জীবনের দুঃখ হারায় সেখানে নিজের কথার ভিড়েই।

হঠাৎ করেই আলোর ঝলকে ভাঙল স্বপ্নের ঘোর,

রাতের আঁধার কাটিয়ে এক পশলা বৃষ্টি নিয়ে হলো ভোর।

কাদামাটির বুকে শিল্পী আঁকে এক জীবনের গল্প,

মনের গহিনেও স্তূপ গড়ে এঁকেবেঁকে যাওয়া

সুখ-দুঃখের শতসহস্র জীবনের কথাগুলো।

খসে পড়া নক্ষত্রের পথ ধরে হেঁটে চলা

এই অল্প সময়ের অনুভূতির মধ্যে শিকলে বাঁধা পড়ে

স্বপ্নের খাঁচায় পোষা মনের যত কল্পনার রঙিন ছবি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে