শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

এসো অবন্তিকার মালা হাতে

তপন কুমার দাশ
  ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

তুমি এসো?

নীল পাহাড়ের কোলে দোল দিয়ে দিয়ে

মাতাল হয়ে সবুজ বনের ছোঁয়ায়

আছড়ে আছড়ে পড়ো আমার আঙিনায়।

এসো চন্দ্রমণি অবন্তিকার মালা হাতে

\হমেঘালয়ার গায়ের গন্ধে বিভোর হও

বিভাবরীর লাজুক চোখের প্রণয় হয়ে

\হছোঁয়া দিয়ে দিয়ে মেঘ-বালিকার বুকে।

তুমি এসো নিঝুম বনের জলের ধারে

বারে বারে তারে চোখ ইশারায় ডাকো

হয়ে কাসালঙের কাজল জলের ছায়া

মারমা বালার বুকে হুমড়ি খেয়ে পড়ো।

তুমি এসো?

পাহাড় কন্যার কণ্ঠে বাসন্তী সুর হয়ে

ঝরে ঝরে পড়ো নীল পাথরের খাঁজে

ঝিনাক ঝিনাক তালে নূপুর হয়ে বাজো,

জ্যোৎস্নাভরা রাতে ধিমাক ধিমাক বোলে।

আবার তুমি এসো দুচোখ মেলে মেলে

বিছন ছড়ির কষ্ট কিবা রুগ্‌ণ গাছের পাতা,

না হয় মৌন হুতাশ দুকান পেতে শোনো

একটুখানি আবেগ, জাগুক তোমার প্রাণে।

ওগো দখিন হাওয়া-

তুমি এসো সকল বাঁধন ছিঁড়ে

অবন্তিকার মালা হাতে, প্রেমের ফাগুন হয়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে