বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১

স্মৃতি

মেহেদী ইকবাল
  ০১ মার্চ ২০২৪, ০০:০০
স্মৃতি

পস্নাটফর্মে বসে থেকে ট্রেন দেখি ট্রেন

ট্রেন দেখতে ভালো লাগে, ভালোবাসি ট্রেন

কত যাত্রী ওঠে রোজ কত যাত্রী নামে

সিটি দিয়ে ট্রেনগুলো যখন এসে থামে

ফেল করা যাত্রী কিছু দেখি আমি রোজ

কার ক্ষতি কতটুকু নেয় কি কেউ খোঁজ?

পস্নাটফর্মে বসে থেকে ট্রেন দেখি আমি

ট্রেন দেখে এই শীতে কেন আমি ঘামি!

জড়িয়ে ছিন্নকাঁথা কেউ দেখি কাশে

স্টেশন আর ট্রেন সেও ভালোবাসে

কুকুর এক নেড়ি দেখি তার পাশে চুপ

উভয়ের আছে জানি বোঝাপড়া খুব!

একদিকে প্রাচুর্য লুটেরার হাসি

অনাহারে থাকে দিন মজুর আর চাষি

দুর্নীতি অনিয়মে ছেয়ে যাওয়া দেশ

শহীদের খুনে কেনা প্রিয় বাংলাদেশ!

উঁচু উঁচু অট্টালিকা আর দেখি ক্রেন

দেখেছি স্বপ্ন কত সমতার ট্রেন!

ট্রেন দেখতে ভালো লাগে ট্রেন ভালোবাসি

ট্রেন দেখতে স্টেশনে রোজ ছুটে আসি

আমিও উঠব ট্রেনে যেদিন আসবে ডাক

আর মাত্র ক'টা দিন স্মৃতি হয়ে থাক!

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে