শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

স্বপ্নের শ্মশান যাত্রা

শুভ জিত দত্ত
  ০১ মার্চ ২০২৪, ০০:০০

এখন এক রাশ সমুদ্রের স্রোত

আমাকে ভাসিয়ে নিয়ে যায় না

পাখির কলকাকলিতে নিজেকে

খুব করে মেলে ধরতে পারি না

হিমেল হাওয়ার পরশ আমাকে

একবিন্দু স্পর্শ করতে পারে না

আমার চলার পথ হয়েছে এখন

সম্পূর্ণ স্রোতের বিপরীত পথে

আবিরের রঙে রঙিন হতে হবে

মনের মধ্যে এই ইচ্ছে জাগে না

স্বপ্নগুলো আকাশ ছুঁয়ে দেখার

এমন ইচ্ছে মনে আর জাগে না

হৃদয়ের মৃতু্য যখন আমি দেখি

নিজের চোখের সামনে ঘটতে

নতুন করে বাঁচার স্বপ্নগুলো

তখন সলিল সমাধি ঘটে যায়

একান্ত ছন্দের লাইন- যা ছিল

তাও যেন বিচু্যতি ঘটতে থাকে

একের পর এক স্বপ্নের মৃতু্য

এখন তারা শ্মশান পথের যাত্রী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে