logo
রোববার, ২০ সেপ্টেম্বর ২০২০ ৫ আশ্বিন ১৪২৭

  অনলাইন ডেস্ক    ০৬ ডিসেম্বর ২০১৯, ০০:০০  

ভালোবাসা

এম আর মনজু

ভালোবাসা জানি জ্বলন্ত সিগারেট

\হএকটানে ছাই হয়ে যায় না

\হতিলে তিলে পুড়ে।

আমি সেই আগুনে তোমার প্রেমের

দাবানলে নিঃশেষ হয়ে যাবো

মনের গভীরে।

তৃষিত চোখে যেখানে থাকবে

বাসনার চোখ সুধা ও ক্ষুধার

ভালোবাসার নীল চাদর।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
আইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে