logo
বুধবার, ১২ আগস্ট ২০২০, ২৮ শ্রাবণ ১৪২৬

  অনলাইন ডেস্ক    ০৬ ডিসেম্বর ২০১৯, ০০:০০  

একবার

মাহবুবা ফারুক

পাহাড় ছেড়ে যায় যখন নদী

\হফেরে না ফেরে না আর

পাহাড় ডাকে না তাকে এসো

বুকে আরেকটি বার।

\হঢেউয়ে ঢেউয়ে যত অভিমান

নীরবে বাড়ায় শুধু ব্যবধান।

দূরে যেতে যেতে দুজন কখন

\হঅন্যের হয়ে যায়,

পাহাড় নদীকে শুধু জন্মের

\হসময়ই কাছে পায়।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
আইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে