শীত কুয়াশার ছিটেফোটা বৃষ্টি আবহ
উপেক্ষা করে ছুটে যায় বেগুনি মন বিহঙ্গ
ঘর থেকে বেরিয়ে শহরের গলিতে পথিক হয়ে
ক্যাবল তারের ফাঁকে চেড়া জানালার আকাশ দেখে
আমগাছে সবে থোকা থোকা মুকুল এসেছে
বৃক্ষরা পুরাতন শীতের পোশাক নামিয়ে ফেলতে চাইছে
জলবায়ু মাঘ থেকে সরে ফাগুনে পা রাখতে চাইছে
পরিবর্তন চাইছে প্রাণীরাও
পরিস্থিতি সবই পরিবর্তনশীল
মনের পরিবর্তন দমকা হাওয়ার মতো
যা গতোরের নিয়ন্ত্রণ কঠিন।
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd