জন্মে আমি হয়েছি ঋণী
ওগো বীর শেখ মুজিব,
দিয়েছ স্বাধীন এ দেশটি আমায়
জ্বেলেছ মনে প্রদীপ।
আজ হতে শতবর্ষ আগে
প্রিয় তোমার আগমন
ধরার বুকে তুমি শ্রেষ্ঠ নেতা
জানে আজ বিশ্বজন।
কতই যাতনা সয়েছ তুমি
করতে এদেশ স্বাধীন,
উজাড় করে বেসেছো ভালো
বাঙলাকে চিরদিন।
কে বলে তুমি গেছ ওপারে
নাই আমাদের মাঝে
এই দেখ না শিশু থেকে প্রবীণ
তোমাতে বিলীন সকাল, বিকাল সাঁঝে।
বাঙালি তোমায় ভুলেনি আজও
তুমি অমর তোমার কর্মে,
বাংলার মানুষ, প্রকৃতি ও মাটি
উদ্বেলিত তোমার গর্বে।
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd