রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

নিরাপদ রক্তদানে অ্যাপ

টি এইচ মাহির
  ০২ ডিসেম্বর ২০২৩, ০০:০০

সম্প্রতি বস্নাডব্যাগ নামে একটি ওয়েব অ্যাপ তৈরি করেছে তিন তরুণ। ব্যতিক্রমী এই প্রজেক্টটি রক্তদাতা এবং গ্রহীতার জন্য খুবই উপাকারী হবে। এখনে অ্যাপের মাধ্যমে রক্তদাতা খুঁজতে পারবেন রোগীরা। আবার রক্তদাতারাও রক্তগ্রহীতা খুঁজতে পারবেন। বস্নাডব্যাগ মূলত একটি ওয়েব অ্যাপ ভিত্তিক প্রজেক্ট। যাতে রক্ত প্রয়োজন হলে আবেদন করা যাবে সম্পূর্ণ গোপনীয়তার সঙ্গে। ফলে মোবাইল নম্বর অসৎউদ্দেশ্যে ব্যবহারের আশঙ্কা কমে যায় অনেকাংশেই। রক্ত প্রয়োজন হলে www.bloodbag.app A_ev Bloodbag অ্যাপে প্রবেশ করে রোগীর তথ্য দিয়ে ফরম পূরণ করতে হবে। তারপর তা চলে যাবে বস্নাডব্যাগের সঙ্গে যুক্ত বিভিন্ন টেলিগ্রাম গ্রম্নপ এবং অন্যান্য মাধ্যমে বিভিন্ন ডোনারদের কাছে। রটলিগ্রামে বস্নাডব্যাগের চ্যানেলসহ রক্তের গ্রম্নপ অনুযায়ী স্বতন্ত্র গ্রম্নপ রয়েছে যাতে রোগীর তথ্য চলে যাবে। ডোনাররা তথ্য পেয়ে স্বপ্রণোদিতভাবে যোগাযোগ করবেন রোগীর সঙ্গে। ফেসবুকে রক্তদানের বিভিন্ন পাবলিক গ্রম্নপে পোস্ট করার ফলস্বরূপ পেশেন্টের সঙ্গে যোগাযোগের নম্বর ছড়িয়ে পড়ে বিভিন্ন স্থানে, যার বিভিন্ন নেতিবাচক দিক রয়েছে। আবার কিছুক্ষণ পর পর সব জায়গায় বর্তমান আপডেট প্রদান করাও বেশ কষ্টকর কাজ। তাই বস্নাডব্যাগ প্রাইভেসির ওপর বেশি গুরত্ব দিচ্ছে। বস্নাড ম্যানেজ হয়ে যাওয়ার পর রোগীর সঙ্গে যোগাযোগের তথ্যসমূহ মুছে ফেলা হয় অ্যাপিস্নকেশন থেকে। পেস্নস্টোর থেকে BloodBag: Donate & Find Blood নামে অ্যাপটি ডাউনলোড করে আবেদন করা যাবে রক্তের। https://www.bloodbag.app/ A_ev Bloodbag অ্যাপে প্রবেশ করলে রক্তের আবেদন দেখা যাবে। কোনো জেলা থেকে রক্তের আবেদন করা হয়েছে, কয় ব্যাগ রক্ত প্রয়োজন তা দেখা যাবে। ওয়েব পেজের একদম নিচে দু'টি বাটন দেখা যাবে 'আমার আবেদন' এবং 'নতুন আবেদন' নামে। নতুন আবেদনে ক্লিক করে রোগী https://www.bloodbag.app/form পেজে আসবে। তারপর রোগী এবং হাসপাতালের তথ্য দিয়ে রক্তের আবেদন করতে পারবে। যা চলে যাবে বস্নাডব্যাগের সঙ্গে যুক্ত বিভিন্ন টেলিগ্রাম গ্রম্নপ এবং অন্যান্য মাধ্যমে বিভিন্ন ডোনারদের কাছে। এরপর ডোনাররা রোগীর সঙ্গে যোগাযোগ করবেন। দ্রম্নত সময়ে রক্তদান সম্পন্ন করতে এবং রোগীর গোপনীয়তা রক্ষা করা এই প্রজেক্টটির মূল উদ্দেশ্য। ফেসবুক কিংবা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় রক্তের প্রয়োজনে পোস্ট দিলে রোগীর নম্বর অসৎ উদ্দেশ্যে ব্যবহারের আশঙ্কা থাকে। বস্নাডব্যাগে বস্নাড ম্যানেজ হয়ে যাওয়ার পর রোগীর সঙ্গে যোগাযোগের তথ্যসমূহ মুছে ফেলা হয় অ্যাপিস্নকেশন থেকে। টেলিগ্রামে https://t.me/bloodbagTG চ্যানেলে নিয়মিত বিভিন্ন তথ্য দেওয়া হয়। বর্তমানে টেলিগ্রামভিত্তিক হলেও ভবিষ্যতে আরও বড় পরিসরে বিভিন্ন রক্তদান সংঘের একসঙ্গে কাজ করবে বস্নাডব্যাগ। ইতোমধ্যে বিভিন্ন রক্তদান গ্রম্নপের ডোনারদের সঙ্গে কাজ করছে Bloodbag। অ্যাপের মাধ্যমে রক্তের আবেদন করলে আবেদন সয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে তাদের কাছে। চমৎকার এই প্রজেক্টটি তৈরি করেছেন রিজওয়ানুল হক, ফাতিন সাদাব লিয়ান এবং ফজলে রাব্বি। এই তিনজন যুবক বাংলাদেশের তিন প্রান্ত থেকে একত্রিত হয়ে রক্ত আদান-প্রদান এর একটি ইকোসিস্টেম তৈরির কাজ করছেন। এবং তাদের এই উদ্ভাবনী ধারণার মাধ্যমে অর্জন করে নিয়েছে বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড ২০২২। সেই বছর জুলাই মাসে এই প্রজেক্টটির পরিকল্পনা করেন রিজওয়ানুল হক, যা লঞ্চ করেন ২০২৩ সালের জুলাই মাসে। App: https://play.google.com/store/apps/details? id=com.bloodbag.app&pcampaignid=web_share

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে