সাফল্যের ১০ বছর
অনেকের মতো হুট করে এসে চমক লাগিয়ে আবার ধপ করে নিভে যাননি সাফা কবির। আবার হঠাৎ করে তারকা বনেও যাননি তিনি। নানা চড়াই-উতরাই পেরিয়ে নিজেকে এতদূর নিয়ে এসেছেন একান্তই নিজের পায়ে এবং আপন শক্তিতে। টেলিভিশন নাটকে এখন তিনি চাহিদাসম্পন্ন অভিনেত্রীদের