শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ২৫ নভেম্বর ২০২১, ০০:০০

স্বাধীনতার পঞ্চাশ বছরে পঞ্চাশ গান

ম তারার মেলা রিপোর্ট

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। সেখানে শামিল হচ্ছেন সংগীতশিল্পীরাও। তৈরি করা হয়েছে ৫০টি মৌলিক গান। যার উদ্যোগ নিয়েছেন তরুণ সংগীতশিল্পী মুনতাসির তুষার। এতে গাইছেন কুমার বিশ্বজিৎ, মেহরীন, বাদশা বুলবুল, প্রিয়াঙ্কা গোপ, পারভেজ সাজ্জাদ, ঐশীসহ অনেকে। বিভিন্ন গীতিকারের লেখা গানগুলোর সুর ও সংগীত করছেন মুনতাসির তুষার নিজে। তিনি জানান, সব গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। শেষের কিছু কাজ বাকি আছে। এগুলো হলেই একে একে গানগুলো শ্রোতাদের সামনে আসবে। এ প্রসঙ্গে মেহরীন বলেন, 'খুবই ভালো একটি উদ্যোগ। ২২ নভেম্বর আমার গানের রেকর্ডিংটি হয়েছে। সত্যিই ভালো লাগছে দেশের সুবর্ণজয়ন্তীতে অংশ নিতে পেরে।' জানা গেছে, শুধু গান নয়, থাকছে ভিডিও। ডিসেম্বর থেকে প্রতি মাসে ১০টি করে ভিডিও ধারাবাহিকভাবে প্রকাশিত হবে। এগুলো আনবে প্রযোজনা প্রতিষ্ঠান অক্ষর রেকর্ডস।

ঢাকায় অনন্ত-বর্ষার শুটিং

ম তারার মেলা রিপোর্ট

ঢাকায় চলছে তারকা দম্পতি এম এ জলিল অনন্ত ও বর্ষা অভিনীত নতুন সিনেমা 'নেত্রী : দ্য লিডার'-এর শুটিং। ২০ নভেম্বর থেকে সাভারে সিনেমাটির শুটিং শুরু হয়। এটি এ সিনেমার দ্বিতীয় লটের কাজ। এর আগে এ সিনেমার প্রথম লটের শুটিং চলতি বছরের ফেব্রম্নয়ারিতে ভারতের হায়দরাবাদে হয়েছে। এরপর করোনার জন্য অনেকদিন বন্ধ ছিল। 'নেত্রী : দ্য লিডার' সিনেমার দ্বিতীয় লটের শুটিং হওয়ার কথা ছিল তুরস্কে। কিন্তু বর্তমানে দেশটিতে শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় সিদ্ধান্ত বদল করে বাংলাদেশে শুটিং করছেন অনন্ত। এ প্রসঙ্গে তিনি বলেন, 'নভেম্বরে তুরস্কে শুটিং করার কথা থাকলেও সেই সিদ্ধান্ত পরিবর্তন করে বাংলাদেশেই করছি। এ সময়ের মধ্যে আমরা বাংলাদেশের পার্ট শেষ করব। আগামী মার্চ নাগাদ তুরস্কে শীতের প্রকোপ কমে গেলে সেখানে যাব শুটিং করতে।'

সিনেমাটির দ্বিতীয় লটের শুটিংয়ে অনন্ত ও বর্ষার পাশাপাশি অংশ নিয়েছেন দক্ষিণ ভারতীয় তারকা কবির দুহান সিং ও প্রদীপ রাওয়াত। সিনেমার আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ভারতের তরুণ অরোরা। এ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করছেন বর্ষা আর অনন্তকে দেখা যাবে বর্ষার বডিগার্ডের চরিত্রে। সিনেমাটি প্রসঙ্গে বর্ষা বলেন, 'দারুণ একটি চরিত্র। নেত্রীকে ঘিরেই সবগুলো ঘটনা আবর্তিত হবে। আমার বিশ্বাস এ সিনেমাটি আমার জন্য একটি মাইলফলক হবে।'

'নেত্রী : দ্য লিডার' সিনেমাটি বাংলাদেশের সঙ্গে যৌথভাবে প্রযোজনা করছে তুরস্ক। দেশটির বেশ কয়েকজন তারকাও এতে অভিনয় করছেন। পরিচালনা করছেন দক্ষিণ ভারতীয় নির্মাতা উপেন্দ্র মাধব।

দেশের গানে একসঙ্গে অনুপমা মুক্তি ও রাজীব

ম তারার মেলা রিপোর্ট

বাংলাদেশের সংগীতাঙ্গনের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী অনুপমা মুক্তি। তার কণ্ঠে আমাদের দেশের 'দেশের গান'গুলো এক অন্যরকম দ্যোতনার সৃষ্টি করে। অন্যদিকে ক্লোজ-আপ তারকা রাজীব বাংলাদেশের সংগীতাঙ্গনে নিজের মধুর সুরেলা কণ্ঠ দিয়ে একটি আলাদা অবস্থান সৃষ্টি করেছেন। অনপুমা মুক্তি ও রাজীব এবার একসঙ্গে একটি দেশের গানে কণ্ঠ দিলেন। গানটি হচ্ছে 'জয় জয় জয়-ভয়কে করেছি জয়'। গানটির লেখা ও সুর মেফতাউল করিমের। সংগীতায়োজন করেছেন শান। এরই মধ্যে জলসিঁড়ি সেন্ট্রাল পার্কে গানটির মিউজিক ভিডিওর শুটিং সম্পন্ন হয়েছে। অনপুমা মুক্তি বলেন, 'গানটির কথা ও সুর খুব চমৎকার। গানটি গাওয়ার সময়ই আমার কাছে ভীষণ ভালো লেগেছে। মিউজিক ভিডিওর সময় আমরা অনেক আনন্দ নিয়ে আগ্রহ নিয়ে এতে অংশ নিয়েছে। আমি খুব আশাবাদী গানটি নিয়ে।' রাজীব বলেন, 'দেশের গানের প্রতি সবসময়ই একটা ভালোলাগা কাজ করে, একটা আলাদা অনুভূতি কাজ করে। সেই ভালোলাগা নিয়েই গানটি গেয়েছি। সঙ্গে যারা ছিলেন তারাও ভীষণ ভালোলাগা নিয়ে গানটি গেয়েছেন। আশা করছি, গানটি সবার ভালোলাগবে। বিজয় দিবসের আগেই গানটি প্রচারে আসবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে