সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

স্ত্রীর ক্যাপ্টেনসিতে ফেরদৌস

তারার মেলা রিপোর্ট
  ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

'বাংলাদেশ পাইলট এসোসিয়েশনে'র ভাইস প্রেসিডেন্ট বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ক্যাপ্টেন চিত্রনায়ক ফেরদৌসের স্ত্রী তানিয়া রেজা। তিনি 'বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারে'র ক্যাপ্টেন। স্ত্রীর বিমানে চড়ে গত সোমবার ঢাকা থেকে সিলেট হয়ে লন্ডনে গেলেন ফেরদৌস। লন্ডন থেকে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ফেরদৌস বলেন, 'আমার স্ত্রীকে শুরুতেই অভিনন্দ জানাই যে, তানিয়া বাংলাদেশ পাইলট এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট হয়েছে। স্বামী হিসেবে অবশ্যই এটা আমার গর্র্বের। আর আমার জন্য এবার লন্ডনে আসার সময়টা উপভোগ্য ছিল ভীষণ। কারণ যে বিমানে চড়ে আমি লন্ডনে এসেছি তার ক্যাপ্টেন ছিলেন আমারই স্ত্রী। বিষয়টি আমার জন্য সত্যিই অনেক আনন্দের এবং ভালো লাগার ছিল। জানিনা, ক'জন মানুষের জীবনে এমন সৌভাগ্য আসে। এই ভালো লাগাটা আসলে এমন যা ব্যাখা করা যায় না। আলস্নাহর অশেষ রহমতে আমি, আমরা ঠিকঠাকভাবে লন্ডনে পৌঁছেছি। আর লন্ডনে মূলত আমি এসেছি আমার এক বন্ধুর ডেজার্ট শপ উদ্বোধন করতে। লন্ডনে সপ্তাহখানিক থাকব। এরপর দেশে ফিরব ইনশাআলস্নাহ।' গেল সপ্তাহে ফেরদৌস কলকাতা গিয়েছিলেন একটি শো'তে অংশ নিতে। সেখানে গিয়ে দীর্ঘদিন পর দেখা হয় কলকাতার চিরসবুজ নায়ক প্রসেনজিতের সঙ্গে। প্রসেনজিৎ এবং ফেরদৌস আহমেদ দু'জই দীর্ঘদিন পর তাদের দেখা হওয়ার মধ্যে যে ভালো লাগা ছিল তা তাদের ফেসবুক পেজ-এ প্রকাশ করেন। ফেরদৌস কাজ করছেন ছটকু আহমেদ পরিচালিত 'আহারে জীবন' সিনেমায়। এতে তার বিপরীতে আছেন পূর্ণিমা। এছাড়াও শুটিং শেষ করেছেন 'মানিকের লাল কাঁকড়া', 'দামপাড়া', 'রাসেলের জন্য অপেক্ষা', 'ক্ষমা নেই',' মাইক' সিনেমার কাজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে