শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আবুল হায়াতের নাটকে মম

তারার মেলা রিপোর্ট
  ১৬ মার্চ ২০২৩, ০০:০০

দুই বছরের বিরতি কাটিয়ে আবুল হায়াতের নির্দেশনায় নাটকে অভিনয় করলেন লাক্সতারকা জাকিয়া বারী মম। নাটকের নাম 'ওলটপালট'। রাবেয়া খাতুনের গল্পে নাট্যরূপও দিয়েছেন আবুল হায়াত। এরই মধ্যে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে মানিকগঞ্জের বেতিলা জমিদারবাড়ীতে। মমর অভিনয় প্রসঙ্গে আবুল হায়াত বলেন, 'মম খুব ভালো একজন অভিনেত্রী। 'ওলটপালট' নাটকে তার চরিত্রটিও অসাধারণ। অভিনয়ের প্রতি তার একাগ্রতা আমাকে মুগ্ধ করেছে। তার চরিত্রটি সে যথাযথভাবেই ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। আশা করছি, নাটকটি প্রচারে এলে ভালো লাগবে দর্শকের।' শিগগিরই নাটকটি চ্যানেল আইয়ে প্রচার হবে বলে জানান আবুল হায়াত। মম ছাড়াও এতে অভিনয় করেছেন শিরীন আলম ও রওনক হাসান।

এদিকে সম্প্রতি মুক্তি পেয়েছে মম অভিনীত 'ওরা ৭ জন' সিনেমাটি। খিজির হায়াত খান পরিচালিত মুক্তিযুদ্ধের সিনেমাটিতে মমর অভিনয় বেশ প্রশংসিত হচ্ছে। আগামী শুক্রবার মুক্তি পাবে মম অভিনীত আরও একটি সিনেমা। নাম 'রেডিও'। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের প্রেক্ষাপটে তৈরি হয়েছে সিনেমাটি। এটি পরিচালনা করেছেন অনন্য মামুন। 'দারুচিনি দ্বীপ'-এ একসঙ্গে অভিনয় করেছিলেন রিয়াজ ও মম। ১৬ বছর পর রেডিও সিনেমায় আবার একসঙ্গে দেখা মেলে তাদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে