মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সময় এখন ভূমির

জাহাঙ্গীর বিপস্নব
  ২৩ মার্চ ২০২৩, ০০:০০

মারাঠি অভিনেত্রী ভূমি পেডনেকর এখন বলিউডসহ গোটা ভারতীয় চলচ্চিত্রপ্রেমীদের কাছে এক নামে পরিচিত। শোবিজে তার যাত্রা শুরু হয় যশরাজ ফিল্মসের সহকারী পরিচালক হিসেবে। ২০১৫ সালে আলোচিত এই প্রযোজনা সংস্থারই 'দম লগা কে হইশা' সিনেমার মাধ্যমে সিনে পর্দায় অভিষেকের সুবাদে শুরুতেই দর্শক মহলে নিজের দু্যতি ছড়ান। শুধু কি তাই! প্রথম ছবিতেই অনবদ্য অভিনয়ের জন্য শ্রেষ্ঠ নবাগত অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন। এরপর ২০১৭ সালে 'টয়লেট : এক প্রেম কথা' ও 'শুভ মঙ্গল সাবধান' ছবিতে একরোখা নারী চরিত্রে অভিনয় করে দর্শকমহলে ক্রমশ নিজের পরিচিতির বিস্তার ঘটান। শুভ মঙ্গল সাবধান ছবির জন্যও সেরা অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন লাভ করেন এই লাস্যময়ী। এরপর কেবলই সাফল্যের সঙ্গে সামনে এগিয়ে চলছেন তিনি। কয়েক বছর ধরেই হিন্দি সিনেমার অন্যতম অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করেছেন ভূমি। পুরোপুরি বাণিজ্যিক ঘরানার সিনেমা 'বালা' বা 'পতি পত্নী অওর ও'তে তিনি যেমন সফল, তেমনি নজর কেড়েছেন শৈল্পিক ধারার 'সনচিড়িয়া' বা 'সান্ড কি আঁখ'-এ।

অভিনয়ের প্রশংসার পাশাপাশি মাঝে-মধ্যে অবশ্য নিজের ব্যক্তিগত মন্তব্য ও খোলামেলা পোশাকের সমালোচনার কবলে পড়তে হয় তাকে, তবে সাফল্যের দিক বিবেচনায় এগুলোকে তুচ্ছ বলেই মনে করেন ভূমি। গত বছর ভূমির পেডনেকরের তিনটি সিনেমা মুক্তি পায়। দুটি প্রেক্ষাগৃহে, একটি ওটিটিতে। এর মধ্যে 'বাধাই দো' সমালোচকদের প্রশংসা কুড়ায়। কিন্তু অন্য দুই সিনেমা 'রক্ষাবন্ধন' ও 'গোবিন্দা নাম মেরা' তেমন একটা সাফল্য পায়নি। মন্দ-ভালো মিলিয়ে ২০২২ পার করা অভিনেত্রী নতুন বছরে নতুন পরিকল্পনা নিয়ে সামনে তাকাতে চান। আর চলতি বছরে এই সিনেমার হাফ ডজন সিনেমা মুক্তির কথা রয়েছে। এসব সিনেমাতে ভিন্ন ভিন্ন চরিত্রে দেখা মিলবে ভূমির। অভিনেত্রীর আশা, সিনেমাগুলো মুক্তির পর তার ক্যারিয়ার নতুন গতি পাবে। ভূমি বলেন, 'চলতি বছর ছয়টি সিনেমা আসবে- যা অভিনেত্রী হিসেবে বছরটাকে নিজের করে নেওয়ার সুযোগ তৈরি করবে। সিনেমাগুলোয় শক্তিশালী নারী চরিত্রে আমাকে দেখা যাবে, অভিনেত্রী হিসেবে এর চেয়ে বেশি আর কী চাই!'

আগামীকাল শুক্রবার 'ভিড়' সিনেমার মাধ্যমে ২০২৩ সালের সিনেমা মুক্তির খাতা খুলছেন ভূমি। নিজেকে সব সময় চরিত্রের মতো করে রাঙিয়ে নিতে সিদ্ধহস্ত ভূমি পেডনেকর। 'ভিড়' ছবিতে একদম সাদামাটা মেয়ের চরিত্রে অভিনয় করেছেন ভূমি। ২০২০ সালের করোনার বিধিনিষেধে মানুষের অসহায়তার কাহিনী নিয়ে ছবিটি তৈরি করেছেন অনুভব সিনহা। অনুভবের ছবির সঙ্গে যুক্ত হতে পেরে দারুণ উচ্ছ্বাসের সঙ্গে ভূমি বলেন, 'ভিড় এমন এক কাহিনী, যার সম্পর্কে বলা জরুরি ছিল। আর এই ছবির অভিনয়শিল্পীর তালিকা দুর্দান্ত। তাদের মতো অভিনেতাদের সঙ্গে কাজ করে অত্যন্ত সম্মানিত বোধ করছি।' তিনি আরও বলেন, 'এই ছবির অংশ হতে পেরে ভীষণ ভালো লাগছে। আর এই ছবিটা আমার কাছে সব সময় স্মরণীয় হয়ে থাকবে। অনুভব সিনহার সঙ্গে কাজ করা দারুণ এক অভিজ্ঞতা। তিনি জীবনের কথা তুলে ধরেছেন। আমি চাই, দর্শক এই ছবিটা দেখুক। সত্যি বলতে আমার আর তর সইছে না।'

'ভিড়' ছবিতে ভূমি পেড়নেকর ছাড়াও আছেন রাজকুমার রাও, পঙ্কজ কাপুর, আশুতোষ রানা, দিয়া মির্জা, কৃতিকা কামরা, করণ পন্ডিত। এরই মধ্যে সিনেমাটির ট্রেইলার ও টিজার প্রকাশ পেয়েছে। ট্রেইলারে ছবিটি সাদা-কালোতে দেখা গেছে। এটি সাদা কালোতেই বানানো হয়েছে। করোনা অতিমারি চলাকালীন আন্তঃরাজ্য ভ্রমণের ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল- তা কীভাবে দৈনিক মজুরি বা পরিযায়ী শ্রমিকদের জীবন ধ্বংস করেছিল, তার ওপর আলোকপাত করবে এই ছবি। টিজার শেয়ার করে রাজকুমার রাও সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'আমরা সেই সময়ের গল্প বলছি যখন বাটোয়ারা দেশের নয়, সমাজের হয়েছিল। অন্ধকার সেই সময়ের গল্প, সাদা কালোয় ভিড়।'

১ মিনিট ১২ সেকেন্ড দীর্ঘ এই টিজারে ১৯৪৭ সালের দেশভাগের ফাইল ফুটেজের সঙ্গে ২০২০ সালের পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার অজস্র ছবির তুলনা করে দেখানো হয়েছে। যেন একই ছবি, কেবল ঘটনার সময় ও প্রেক্ষাপট আলাদা। সিনেমাটি নিয়ে ভূমির বক্তব্য, 'ভিড় একটি সামাজিক নাটক, আমাদের দেশের সবচেয়ে কঠিন সময়ের মধ্য দিয়ে দ্বিধাবিভক্তি এবং জটিলতার ওপর আলোকপাত করতে চলেছে। এতে রাজকুমার রাওকে দেখা যাবে এক পুলিশ অফিসারের চরিত্রে। অন্যদিকে, আমি অভিনয় করেছি এক ডাক্তারের ভূমিকায়।'

চলতি বছরটি নিজের করে নিতে চান ভূমি। 'ভিড়' ছাড়াও চলতি বছরে মুক্তির অপেক্ষায় থাকা আরও ৫টি সিনেমায় ৫ রকম চরিত্রে দেখা মিলবে এই অভিনেত্রীর। এগুলো নিয়ে অনেক প্রত্যাশাও তার। বিশেষ করে 'দ্য লেডিকিলার', 'আফওয়া', 'ভক্ষক', 'মেরে হাজব্যান্ড কি বিবি' সিনেমাগুলো নিয়ে অনেক বেশি প্রত্যাশা তার। অভিনেত্রী জানান, সিনেমাগুলোয় বৈচিত্র্যময় বিভিন্ন চরিত্রে অভিনয়ের চ্যালেঞ্জ নিতে চেয়েছেন তিনি। ভূমি বলেন, '৫ সিনেমায় দর্শক ৫ জন আলাদা ভূমিকে দেখতে পারবেন। এটি নিয়ে এখন থেকেই আমি রোমাঞ্চিত। এমন সুযোগ পাওয়ার জন্য শিল্পী হিসেবে নিজেকে খুব ভাগ্যবান মনে করছি। একজন শিল্পী হিসেবে ২০২৩ সালটা সত্যিই অত্যন্ত গর্বের।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে