বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অভিনয়ে অনবদ্য অপূর্ব

টেলিভিশন নাটকের রোমান্টিক হিরো খ্যাত অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। দেড় দশকেরও বেশি সময় ধরে যিনি একক নাটকে রাজত্ব করে চলেছেন। অভিনয়ে একাগ্রতা, অধ্যবসায় ও ভালোবাসা এই সুদর্শন অভিনেতা জাত শিল্পী হিসেবে বারবার প্রমাণ করেছেন। তাই পরিচালকরাও নতুন নাটকের বেলায় প্রথমে তাকে নিয়েই ভাবেন। তাকে চিন্তা করেই তৈরি হয়েছে অনেক নাটকের গল্প। ছোটপর্দার এই রাজপুত্র অভিনয়ের সুবাস ছড়িয়েছেন ওটিটি পস্ন্যাটফর্মেও। সম্প্রতি হইচই'তে মুক্তি পাওয়া এই অভিনেতার ওয়েব সিরিজ 'বুকের মধ্যে আগুন' দর্শকদের মধ্যে বেশ আলোচিত হয়েছে। অভিনয় করছেন ঈদের নাটকেও। সময়ের এই ব্যস্ত তারকাকে নিয়ে লিখেছেন
নতুনধারা
  ৩০ মার্চ ২০২৩, ০০:০০
জিয়াউল ফারুক অপূর্ব

ঈদের মৌসুমে ছোটপর্দার অভিনয়শিল্পীদের ব্যস্ততা বেড়ে যায়। অনেকে সংখ্যা বাড়াতে পালস্না দিয়ে অভিনয় করেন একের পর এক নাটকে। চাহিদানুযায়ী অর্পূবও অভিনয় করেন। প্রতি বছর ঈদের অনুষ্ঠানমালায় একটা অংশ জুড়ে থাকে তার নাটক। খুব বেশিও না আবার একেবারেই কম অভিনয় করেন না তিনি। একেবারে গুনে গুনে কাজ করছেন তিনি। আসছে ঈদে কয়েকটি নাটকে পাওয়া যাবে তাকে। এরই মধ্যে শেষ করেছেন 'এসো হাতটা বাড়াও', 'দূর থেকে দূরে', 'আপনারা আমাকে শুনুন', 'ত্রিভুজ' এবং সৈকত রেজা পরিচালিত নাম ঠিক না হওয়া একটি একক নাটকের শুটিং। অপূর্ব বলেন, 'এমনিতেই নিয়মিত কাজ করি, তবে ঈদ এলে নিজের মনেও বাড়তি উন্মাদনা কাজ করে। প্রতিবারের মতো এবারও ভালো কিছু কাজ দর্শকদের উপহার দেব। এরই মধ্যে কয়েকজন পরিচালকের নাটকের কাজ শেষ করেছি। সামনে আরও কিছু ভালো চিত্রনাট্যের শুটিং করব। সব মিলিয়ে কতগুলো কাজ করা হবে তা বলতে পারছি না। তবে মানসম্মত ও গতানুগতিকের বাইরে কাজের দিকে নজর দিচ্ছি। যদিও রোমান্টিক নাটকেই আমার বেশি অভিনয় করা হয়। গত বছর ঈদে যে রকম গল্প-চরিত্রে কাজ করেছি এবারের ঈদেও তেমনটি থাকবে তা নয়। কিছুটা অন্যরকমভাবেই দর্শকরা আমাকে পাবেন।' বছরজুড়ে অসংখ্য নাটক প্রচার হলেও এখনকার টিভি নাটক নিয়ে অভিযোগের শেষ নেই। ভালো কাজের অভাবে মানের শিল্পীদেরও অনেক সময় দেখা যায় যেনতেন নাটকে। এতে দর্শকরাও খানিক আহত হন প্রিয় শিল্পীকে নিয়ে। তবে আপসহীন অপূর্ব। ভালো গল্পের বাইরে কোনোভাবেই কাজ করতে রাজি নন তিনি। এই অভিনেতা বলেন, 'প্রতি মুহূর্তেই চেষ্টা থাকে ভালো গল্পের নাটকে অভিনয় করার। কোনো কারণেই কারো বিশেষ অনুরোধেও গল্প ভালো লাগেনি এমন নাটকে কাজ করিনি, করতেও চাই না। কারণ আমার ভক্ত দর্শক আমার একটি ভালো কাজের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন। তাদের কাছে আমি প্রতিশ্রম্নতিবদ্ধ ভালো গল্পের।'

দর্শকের চাহিদা মাথায় রেখেই সম্প্রতি নতুন চমক নিয়ে এসেছেন তিনি। তবে টিভি নাটক কিংবা চলচ্চিত্রে নয়, ওটিটি পস্ন্যাটফর্মে। সংখ্যায় একেবারে কম হলেও ওটিটিতে পছন্দসই গল্পে কাজ করেন অপূর্ব। তেমনই একটি গল্পে অভিনয় করে বেশ সাড়া ফেলেছেন তিনি। গত ২ মার্চ 'বুকের মধ্যে আগুন' নামের একটি ওয়েব সিরিজ দিয়ে ভারতীয় ওটিটি পস্ন্যাটফর্ম হইচই'য়ে প্রথম হাজির হয়েছেন এই অভিনেতা। এতে এক পুলিশ কর্মকর্তার চরিত্রে অপূর্বের অভিনয় দর্শকের হৃদয় ছুঁয়ে গেছে। রোমান্টিক ইমেজের বাইরে এমন একটি ভারী চরিত্র এই শিল্পীকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। প্রশংসার পাশাপাশি আলোচিত এ সিরিজটি নিয়ে সমালোচনাও হয়েছে অনেক। কারণ, অনেকের মতে, সিরিজটি দেশের চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহর জীবনী ঘিরে তৈরি হয়েছে। তবে হইচই সিরিজটি সালমান শাহর মৃতু্যরহস্য কিনা, সে বিষয়ে পরিষ্কার করেননি। সিরিজটির গল্প প্রসঙ্গে অপূর্ব বলেন, 'এটি একটি ফিকশন হিসেবে পরিচালক তুলে ধরেছে। যদি ওনাকে (সালমান শাহ্‌) নিয়ে তৈরি হতো তাহলে 'বেইজড অন অ্যা ট্রু স্টোরি' (সত্য ঘটনা অবলম্বনে নির্মিত) উলেস্নখ থাকতো। গল্পে কোথাও তা উলেস্নখ নেই। তাই এটি শুধুই ফিকশন হিসেবে কাউন্ট করা উচিত।'

১৭ বছর ধরে পেশাদার অভিনয়ের সঙ্গে জড়িত অপূর্ব। অমিতাভ রেজা চৌধুরী নির্দেশিত নেসক্যাফের বিজ্ঞাপনে মডেলিংয়ের মাধ্যমে তার কর্মজীবন শুরু। ২০০৬ সালে গাজী রাকায়েত পরিচালিত 'বৈবাহিক' নাটকে প্রথম অভিনয় করেন। দীর্ঘ সময়ে ভক্ত ও দর্শকের নিঃস্বার্থ ভালোবাসা যেমন তিনি পেয়েছেন, তেমনি তার অভিনীত চার ডজনের বেশি নাটক কোটি ভিউর মাইলফলকও অতিক্রম করেছে। টিভি নাটকের তুমুল জনপ্রিয় এই অভিনেতাকে চলচ্চিত্রেও দেখা গেছে। ২০১৫ সালে 'গ্যাংস্টার রিটার্নস' নামে একটি সিনেমা মুক্তি পেয়েছিল প্রেক্ষাগৃহে। প্রথম সিনেমা মুক্তির কয়েকদিনের মধ্যেই প্রস্তাব পান দ্বিতীয় চলচ্চিত্রের। তবে সেটি আর মাঠে নামেনি। তারপর আর চলচ্চিত্রে দেখা যায়নি অপূর্বকে। তিনি বলেন, 'ছোটপর্দায় ব্যস্ত থাকা মানে এই নয়, বড় পর্দায় আমার আগ্রহ নেই। চলচ্চিত্রের জন্য প্রস্তুত থাকলেও কাজ করা হচ্ছে না। কারণ আমি চাই এমন একটি চরিত্র, যেখানে দর্শক নতুনত্ব পাবে। নিজেকে ভাঙার মতো সুযোগ পাব। এখন আমাদের চলচ্চিত্রের গল্পে পরিবর্তন এসেছে। অপেক্ষায় আছি, নতুন কিছুর জন্য। অপূর্ব বলেন, 'দর্শকের ভালোবাসায় দীর্ঘ সময় ধরে টেলিভিশনে মন দিয়ে কাজ করছি। ছোটপর্দায় ব্যস্ত থাকা মানে এই নয়, বড় পর্দায় আমার আগ্রহ নেই। চলচ্চিত্রের জন্য প্রস্তুত থাকলেও কাজ করা হচ্ছে না। কারণ, আমি চাই এমন একটি চরিত্র, যেখানে দর্শক নতুনত্ব পাবে। নিজেকে ভাঙার মতো সুযোগ পাব। ব্যাটে-বলে মিললে চলচ্চিত্রে আবার দেখা যাবে।' অভিনয়ের পাশাপাশি সঙ্গীত চর্চাও করেন অপূর্ব। পারিবারিকভাবেই গানের সঙ্গে তার সখ্যতা। তার মা ফিরোজা আহমেদ রাজশাহী বেতারের একজন শিল্পী ছিলেন। অপূর্ব বেশ কয়েকটি নাটক-টেলিছবিতে গান করেছেন। মৌলিক গানও গেয়েছেন। এ প্রসঙ্গে অপূর্ব বলেন, 'শোবিজাঙ্গনের যে কোনো কাজই আমি গুরুত্ব ও যত্নসহকারে করি। গান গাওয়া আমার শখ। সময় পেলেই গান গাই। ভালো কথা, সুর ও সঙ্গীতের গানের প্রস্তাব পেলে আবারও গাইতে চাই।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে