বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ক্রমশ উজ্জ্বল কিয়ারা

জাহাঙ্গীর বিপস্নব
  ০৮ জুন ২০২৩, ০০:০০

মাত্র কয়েক বছর ধরে সিনেমায় পা রেখেছেন বলিউডের নতুন ক্রেজ কিয়ারা আদভানি। শুরুটা ভালো না হলেও বিভিন্ন কারণে ধীরে ধীরেই আলোচনায় চলে এসেছেন এই নায়িকা। দীর্ঘদিন প্রেমের পর চলতি বছরের ফেব্রম্নয়ারির প্রথম সপ্তাহে কঠোর গোপনীয়তার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন বলিউডের বহুল আলোচিত জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। তাদের বলা হয় বলিউডের আইকনিক জুটি। 'শেরশাহ' সিনেমার শুটিং সেট থেকে প্রেমের শুরু এবং তারপর বিয়ে। বিবাহিত জুটিদের পর্দায় রোমান্স করতে দেখার সুযোগ কমই হয় দর্শকদের। তবে এই জুটি ভিন্ন দৃষ্টান্ত তৈরি করতে যাচ্ছে বলেই ধারণা করা হচ্ছে। শোনা যাচ্ছে, আসন্ন একটি চলচ্চিত্রে অনস্ক্রিন জুটি হয়েই পর্দায় রোমান্স করবেন বাস্তব জীবনের জুটি কিয়ারা-সিদ্ধার্থ।

তবে তার আগেই দর্শকের সামনে নতুন একটি সিনেমা নিয়ে হাজির হচ্ছেন কিয়ারা আদভানি। ভিকি কৌশলের সঙ্গে 'গোবিন্দ নাম মেরা'র পর এবার কার্তিক আরিয়ানের বিপরীতে ফের জুটি বেঁধে দেখা মিলবে মালহোত্রাপত্নীকে। আগামী ২৯ জুনেই পর্দায় আসছে তাদের নতুন সিনেমা 'সত্যপ্রেম কি কথা'।

বহু প্রতীক্ষার পর সোমবার মুক্তি পেল পরিচালক সমীর বিদ্বানস পরিচালিত এই ছবির ঝলক। এই মিউজিক্যাল লাভ স্টোরির ট্রেইলার দেখে যেন মন উথাল-পাতাল শুরু হয়ে গেছে কার্তিক-কিয়ারার ভক্তদের। 'ভুলভুলাইয়া-২' এর পর এই ছবির ঝলকেও কার্তিক-কিয়ারার রসায়ন থেকে চোখ ফেরানো দায়। নামের হ্যাশট্যাগ না মেলায় কিয়ারাকে বয়ফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপের প্রস্তাব দেয় কার্তিক। এমনটাও জানায়, সে ভার্জিন। স্ত্রীর জন্য নিজেকে বাঁচিয়ে রেখেছে 'সত্যপ্রেম' কার্তিক আরিয়ান! চোখ জুড়ানো পাহাড়িয়া রোমান্স, গুজরাটের মাটির গন্ধ, ভরপুর নাচ-গান শেষে রূপকথার বিয়ে সুসম্পন্ন। টেইলারে এমনটা যেমন চোখে পড়ে, তেমনি কাহিনি তে টুইস্টও ধরা পড়ে। বড় একটা সত্যকে গোপন রেখেই কিয়ারা বিয়ে করেন সত্যপ্রেমকে। বিয়ের আসরে কার্তিককে হাসিখুশি অবস্থায় দেখা মিললেও মনমরা থাকেন কিয়ারা। স্বভাবতই মনের মানুষ কথাকে বিয়ের পরেও সুখী নয় সত্যপ্রেম, বড় ঝড় অপেক্ষা করছে তার জন্য। ট্রেলারের একদম শেষে কার্তিককে বলতে শোনা গেল, 'হয়তো এই পৃথিবীকে আমি তোমাকে ভালোবাসা ছাড়া আর কিছুই করতে আসিনি'। বন্ধ দরজার ওপারে কান পেতে এই কথা শুনছেন 'কথা' কিয়ারা। সত্যপ্রেম আর কথার এই দূরত্ব কীভাবে ঘুচবে? সেই নিয়েই এগিয়ে যায় ছবির গল্প। কার্তিক-কিয়ারা ছাড়াও এই ছবিতে থাকছেন, সুপ্রিয়া পাঠক কাপুর, গজরাজ রাও,

সিদ্ধার্থ রণধেরিয়া, রাজপাল যাদবের মতো শিল্পীরা।

প্রথমে ছবির নাম রাখা হয়েছিল 'সত্যনারায়ণ কি কথা'। কিন্তু এমন নামে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগ ওঠে, প্রচুর প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হয় নির্মাতাদের। আর এসব ভেবেই ছবির নাম পরিবর্তন করে রাখা হয় 'সত্যপ্রেম কি কথা'। এর কারণ ব্যাখ্যা করে, সমীর বিদ্বানস একটি বিবৃতি দিয়েছিলেন। সেখানে তিনি বলেন, 'আমরা আমাদের ছবি 'সত্যনারায়ণ কি কথা'র নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি; যাতে এটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত হলেও কারোর অনুভূতিতে আঘাত না করে। ছবির প্রযোজক এবং সৃজনশীল দলও এই সিদ্ধান্তের সম্পূর্ণ সমর্থন করেছেন।'

এর আগে কার্তিক-কিয়ারা জুটির প্রথম সিনেমা 'ভুলভুলাইয়া-২' বস্নকবাস্টার হিট হয়। দ্বিতীয়বার তাদের জুটি বক্স অফিসে কী চমক দেখাবে- আপতত সেটা দেখার বিষয়। তবে সিনেমার গল্প, চরিত্র লোকেশন ও গান- সবকিছু মিলিয়ে কিয়ারা অনেক আশাবাদ ব্যক্ত করেছেন। এই অভিনেত্রী বলেন, 'আমার আরেকটা স্বপ্নের একটা সিনেমা এটি। এই সিনেমায় অভিনয় করতে অনেক শ্রম দিতে হয়েছে আমাকে- এমনকি পুরো টিমকে। সিনেমার প্রতিটি চরিত্রই অনেক গুরুত্বপূর্ণ। মিউজিক্যাল রোমান্স ঘরানার এ সিনোমর লুক, সেট সবকিছুই বিপুল ও জমকালো, যা দর্শকের নজর কাড়বে। তাছাড়া গল্পটিও অসাধারণ। সবমিলিয়ে দর্শকের ভালো লাগবে আশা করি।'

পর্দার বাইরে নানা সময়ে খোলামেলা পোশাক পরেও আলোচনার ধারা অব্যাহত রাখেন তিনি। নগ্ন বক্ষ শুধু কচুপাতা দিয়ে ঢেকে বিতর্কের শিরোনাম হয়েছিলেন 'কবির সিং' সিনেমার অভিনেত্রী কিয়ারা। সিনেমায় তার ৫২টি চুমু নিয়েও আলোচনা-সমালোচনা কম হয়নি। কটাক্ষের শিকার হয়েছিলেন 'লাস্ট স্টোরিজ' নামে একটি ওয়েব সিরিজে রগরগে যৌন দৃশ্যের কারণে। এছাড়া ওয়েব সিরিজ 'গিলটি'তে চরিত্রের প্রয়োজনে তাকে শরীরে ট্যাটু করাতে হয়েছে। কাঁধের দু'পাশে, পিঠে ও বুকের মাঝখানে তিনি ট্যাটু করিয়েছেন। বিষয়টি নিয়ে বেশ বিতর্কের জন্ম দেন তিনি। কারণ, কিয়ারা বক্ষ বিভাজিকার মাঝখানে লেখা রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের গানের লাইন 'একলা চলো রে'।

বলিউউ বিশ্লেষকদের ধারণা, সামনের পথটা অনেকটাই মসৃণ কিয়ারার। ২০১৯ সালে বক্স অফিসে কবির সিংয়ের অসামান্য সাফল্যের পর থেকেই কিয়ারা আদভানির ক্যারিয়ারগ্রাফও ঊর্ধ্বমুখী। এর আগেও তিনি বেশ কিছু ছবিতে নজর কেড়েছেন। তার মধ্যে রয়েছে বহু চর্চিত 'লাস্ট স্টোরিজ'ও। ২০১৯ সালে বছর শেষে মুক্তি পাওয়া 'গুড নিউজ' ছবিতেও কারিনা-অক্ষয়ের পাশে তিনি সমান দাপুটে অভিনয় করে বুঝিয়ে দিয়েছেন ইন্ডাস্ট্রিতে তিনিও কম যান না। প্রথম দিকে ক্যারিয়ারের পালে দাপুটে হাওয়া না লাগলেও, ধীরে ধীরে গতি পাচ্ছে তার দৌড়ে। তার প্রমাণ ২০২০ সালে মুক্তি পাওয়া একাধিকক সিনেমা। করোনার কারণে কিছু সিনেমার মুক্তি অবশ্য পিছিয়ে গিয়েছিল। তবে সেগুলো পরের বছর মুক্তি পাওয়ায় নতুনদের মধ্যে আবার নিজেকে সামনের কাতারে নিয়ে এসেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে