শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মঞ্চে আলো ছড়ালেন নূর

তারার মেলা রিপোর্ট
  ০৮ জুন ২০২৩, ০০:০০

বহুমাত্রার প্রতিভার অধিকারী আসাদুজ্জামান নূরকে বলা হয় মঞ্চ নাটকের নূর। বহুল আলোচিত নাটকের দল নাগরিক নাট্য সম্প্রদায়ের হয়ে সুদীর্ঘকাল ঢাকার মঞ্চে অভিনয় করেছেন মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের জাঁদরেল এই অভিনেতা। মঞ্চ নাটকের মাধ্যমে যাত্রা শুরু করলেও নানা ব্যস্ততায় মঞ্চের সঙ্গে তৈরি হয়েছিল তার লম্বা দূরত্ব। তবে সেই দূরত্ব অনেকটা দূর করেছেন তিনি। এখন প্রায়ই মঞ্চে দেখা যায় প্রখ্যাত এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংসদ সদস্যকে। সেই ধারাবাহিকতায় চলতি সপ্তাহে আবার তাকে দেখা গেল মঞ্চে অভিনয় করতে। শনিবার সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে তার অভিনীত 'রিমান্ড' নাটক মঞ্চস্থ হয়। প্রতিবারের মতো এবারও মঞ্চপ্রেমীদের কাছ থেকে ভালোবাসা ও প্রশংসা কুড়িয়েছেন।

নাটকটির নির্দেশক শুভাশিস সিনহা। নাটকটির নাট্যকারও তিনি। এই নাটকে আসাদুজ্জামান নূর অভিনয় করবেন একজন লেখকের চরিত্রে। নাটকটি প্রযোজনা করছে হৃদমঞ্চ। এই নাটকে আসাদূজ্জামান নূরের সঙ্গে গোয়েন্দা চরিত্রে অভিনয় করছেন জ্যোতি সিনহা। মঞ্চ পরিকল্পনা করেছেন কামালউদ্দিন কবির। আসাদুজ্জামান নূর বলেন, 'রিমান্ড একটি ভিন্নধারার নাটক। এই বয়সে মঞ্চে অভিনয় করা সত্যি কঠিন। তারপরও মঞ্চায়ন শেষ হওয়ার পর যখন সবাই প্রশংসা করেন, যখন অভিনয় শেষ করি তখন এক ধরনের তৃপ্তি পাই। ভালো লাগা পাই।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে