রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

নিজস্ব ছন্দে তামান্না ভাটিয়া

জাহাঙ্গীর বিপস্নব
  ২৪ আগস্ট ২০২৩, ০০:০০

দক্ষিণী ফিল্ম ইন্ডাস্টিতে এখন অনেক নায়িকা। কিন্তু একটা সময় দক্ষিণী অভিনেত্রী বললে যাদের নাম প্রথম দিকে আসত, তাদের মধ্যে অন্যতম তামান্না ভাটিয়া। তবে বেশ বছর ধরে সময়টা যে ভালো যাচ্ছিল না 'হান্ড্রেড পারসেন্ট লাভ', 'তাড়কা' থেকে 'বাহুবলী'র মতো বস্নকবাস্টার সিনেমার এই অভিনেত্রীর। তিন বছর পর নতুন কয়েকটি প্রজেক্ট নিয়ে আবারও নিজের অবস্থান জানান দিলেন তিনি। এ ছাড়াও সামনে তামান্নাকে দেখা যাবে আরও পাঁচটি সিনেমা ও ওয়েব সিরিজে। দুই সপ্তাহ আগে মুক্তি পাওয়া 'জেলার' ছবির সাফল্যেও রেশ কাটেনি এখনো। বরং সময়ের সঙ্গে অতীতের অনেক রেকর্ড একের পর এক ভেঙে দিচ্ছে রজনীকান্ত ও তামান্না জুটির সিনেমাটি। এর মাধ্যমে ৭০ বছর বয়সি দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত সেনের বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করলেন ৩৩ বছর বয়সি তামান্না। সিনেমাটি এখন ভারতজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। ১০ আগস্ট মুক্তি পাওয়া 'জেলার' মুক্তির ১০ দিনে ৫০০ কোটি রুপি আয় করে। মুক্তির প্রথম দিনে বক্স অফিসে ৪৮ কোটির বেশি রুপি আয় করেছিল 'জেলার'- যা তামিলনাড়ু ও কেরালায় ২০২৩ সালের রেকর্ড। ২০০ কোটি রুপির বাজেটে সিনেমাটি নির্মাণ করেছেন নেলসন দীলিপ কুমার। বিশ্বজুড়ে ৪ হাজার স্ক্রিনে মুক্তি পায় এটি। যদিও এই ৪ হাজার স্ক্রিনের মধ্যে ৮০০টি শুধু তামিলনাড়ুর। এর মাধ্যমে রজনীকান্ত যেমন নতুন করে নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিলেন তেমনি তামান্না ভাটিয়াও আবার নিজের অবস্থান জানান দিলেন। জেলার মুক্তির আগেই এর একটি গান দিয়ে দর্শক মনে রীতিমত ঝড় তুলে ফেলেন তামান্না ভাটিয়া। 'কাভালস্না' শিরোনামের এই গানটিতে পপ তারকা শাকিরার কোমর দোলানো 'ওয়াকা ওয়াকা' গানটির কথা মনে করিয়ে দিচ্ছে দর্শককে। নেট দুনিয়ার ট্রেন্ডিংয়ে এখন এই গান। তামান্নার লুক দেখেও অভিভূত নেটিজেনরা। কোঁকড়া চুলে তামান্নার শরীরী বিভঙ্গ থেকে যেন চোখ সরাতেই পারছেন না ফ্যানরা। টুইটারে ভিডিও ক্লিপ শেয়ার করে অনুরাগী লিখেছেন, 'ভারতীয় শাকিরা'। সেই ভিডিও দেখে প্রতিক্রিয়া জানাতে ভোলেননি অভিনেত্রী তামান্নাও। দর্শকের এই পতিক্রিয়া ও সিনেমার সাফল্যে দারুণ উচ্ছ্বাস কাজ করছে তামান্নার মনে। নিজের প্রতিক্রিয়ায় ক্যারিয়ারের ভালো-মন্দের বিষয়টি তুলে ধরে এই অভিনেত্রী বলেন, 'ক্যারিয়ার খুব ভালো বা খারাপ সময়ে আমি পরিবারের ভীষণ সহযোগিতা পেয়েছি। তারা খারাপ সময়েও পাশে থেকেছে। আমাকে মনে করিয়ে দিয়েছে, সাফল্য বা ব্যর্থতা কোনো কিছুই চিরস্থায়ী নয়।' তামান্না আরও বলেন, 'সাফল্য-ব্যর্থতাকে আপনি নিশ্চিত বলে ধরে নিতে পারেন না। আরেকটা বিষয় মনে রাখতে হবে, এই সাফল্য বা ব্যর্থতা কিন্তু আপনার ব্যক্তিগত জীবনের নয়, ক্যারিয়ারের। একজন অভিনয়শিল্পী হিসেবে ক্যারিয়ারের ব্যর্থতা যদি ব্যক্তিগত জীবনের সঙ্গে গুলিয়ে না ফেলেন, তবে সেটা মোকাবিলা করা আরও সহজ হয়।' জেলারের এই সাফল্যের মধ্যেই আরও একটি সিনেমা নিয়ে হাজির হচ্ছেন তামান্না ভাটিয়া। আগামীকাল শুক্রবার মুক্তি পাচ্ছে এই তারকার নতুন ছবি 'আখরি সাচ'। ২০১৮ সালে ভারতের মর্মান্তিক হত্যাকান্ডের প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে এই সিনেমায়। ২০১৮ সালের এই হত্যাকান্ড রীতিমতো দেশকে নাড়িয়ে দিয়েছিল সে সময়। এক রাতে একই পরিবার থেকে একাধিক ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে হরিয়ানার বুরারি থানার পুলিশ। ললিত চুন্দাওয়াত পরিবার, যারা কিনা ভাটিয়া পরিবার নামে এলাকার নামকরা বংশ ছিলেন। জানা গেছে, সম্পত্তির ভাগাভাগির কারণে শ্বাসরোধ করে খুন করা হয় পরিবারের বয়স্কদের। এরপরই সবাই গলায় ফাঁস দেন। যার মধ্যে ছিলেন, দু'জন পুরুষ, ছ'জন নারী, এবং দুই কিশোর। আর ছিলেন পরিবারের বয়স্ক দাদা-দাদি। মুখে টেপ লাগিয়ে চোখ বেঁধে গলায় ফাঁস দেওয়া হয় তাদের। সবাইকেই তাদের বাড়ির আঙিনায় ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। যে ঘটনাটি কেবল দিলিস্নকে নয়, সমগ্র জাতিকে নাড়া দিয়েছিল। এবার এই ঘটনা ফুটে উঠবে তামান্নার পরবর্তী সিরিজ 'আখরি সাচ'-এ। ক্রাইম-থ্রিলার অ্যাকশন ঘরানার এই সিনেমার এরই মধ্যে ট্রেইলার প্রকাশ করা হয়েছে। রবি গ্রেওয়াল পরিচালিত এবং সৌরভ দে রচিত, 'আখেরি সাচ' ওটিটি পস্ন্যাটফর্ম ডিজনি পস্নাস হটস্টার-এ। এতে তামান্নার পাশাপাশি আরও অভিনয় করবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, শিভিন নারাং, ড্যানিশ ইকবাল, নিশু দীক্ষিত, কৃতি ভিজ এবং সঞ্জীব চোপড়া। 'আখেরি সাচ'-এ তামান্না ভাটিয়াকে দেখা যাবে প্রধান তদন্ত কর্মকর্তার ভূমিকায়। এই অভিনেত্রী জানিয়েছেন, যখন 'আখেরি সাচ' আমার কাছে এসেছিল, তখন আমাকে রীতিমতো নাড়া দিয়েছিল। এই চরিত্রটি আমার কাছে খুব স্পেশাল। এটিতে প্রথমবারের মতো আমি একটি দীর্ঘস্থায়ী পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করছি এবং দ্বিতীয়ত, ছবিটি আমাকে আরও সাহসী করে তুলেছে!

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে