সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

রোদেলা সময়ে তাসনিয়া ফারিণ

মাতিয়ার রাফায়েল
  ২১ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

ব্যক্তিগত জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাধা ও দ্বিধাও অপসারণ করলেন এই সময়ের ছোট পর্দার অন্যতম আলোচিত মডেল ও অভিনেত্রী তাসনিয়া ফারিণ। সম্প্রতি বেশ কয়েকটি ঘটনা নতুন করে আরও এক ধাপ আলোচনার মাত্রা বাড়িয়ে দিয়েছে তার। এর মধ্য ফারিণের ব্যক্তিগত জীবনেও নতুন অধ্যায় শুরু হয়ে গেছে। এর আগে নিজের এই সম্পর্ককে সব সময়েই প্রচারের আড়ালে রাখতে চেয়েছেন তিনি। এখন আর সেটা আড়ালে রাখার কিছু নেই। এখন তার সামনে শুধুই পুষ্প বিছানো পথ পরিক্রমা। এখন কোনো কিছুতেই আর তিনি গতিরোধ হওয়ার পাত্রী নন। প্রচার মাধ্যমকে এড়িয়ে, অনেক লুকোচুরি পেরিয়ে অবশেষে গত ১১ আগস্ট জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত ও গুরুত্বপূর্ণ অধ্যায় (বিয়ে) সম্পন্ন করেন এই উঠতি তারকা। দীর্ঘ প্রায় নয় বছর ধরে লুকোচুরির আড়ালে থাকা শেষে নিজেই উন্মোচন করলেন শেখ রেজওয়ান নামের এই টোপর পরা মানুষটিকে। আসলে সেই কৈশোরকালীন প্রেমিককেই বিয়ে করেছেন বয়স ২৬ এ পা রাখা মিষ্টি অভিনেত্রী হিসেবে পরিচিত এই তাসনিয়া ফারিণ। যে বিয়ের কথা সামাজিক মাধ্যমে নিজেই জানিয়েছেন তিনি। বলেছেন, 'অভিনয় জগতে আসার আগে থেকেই তার সঙ্গে প্রেমের সম্পর্ক রেজওয়ানের। যখন এই সম্পর্কের শুরু তখন তিনি কলেজ ছাত্রী।' তারপরেও বর্তমান সময়ের আধুনিক জীবনেও কেন এই লুকোচুরিতে ডুবে ছিলেন তিনি? এমন প্রশ্ন ওঠার পরিপ্রেক্ষিতে তাসনিয়া নিজেই জানালেন, 'সময়ের সঙ্গে আমাদের জীবন বদলালেও সমীকরণ কিন্তু পাল্টায়নি। তাই আমরা আমাদের সম্পর্কও প্রকাশ্যে আনতে চাইনি।' কাকতালীয় হলেও, যে বছর নিজের একাডেমিক ক্যারিয়ারের বিবিএ গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করলেন সে বছরেই তার জীবনের নতুন অধ্যায়ও উন্মুক্ত করলেন। জীবনের নতুন অধ্যায় তো খুলেই দিলেন, এখন তার সামনে অভিনয় ছাড়া কি আর কোনো পথ খোলা আছে? খোলা থাকলেও আমাদের দেশে অনেক অভিনেত্রীই আছেন যারা বিয়ের পর অভিনয় ছেড়ে দিয়েছেন। কেউ হুট করে, কেউ বা টুকিটাকি অভিনয় করলেও স্বামীর জীবনের সঙ্গে এমনভাবে জড়িয়েছেন যে, চাইলেও আর অভিনয়ে ফিরতে পারেননি। একপর্যায়ে অভিনয়ই ছেড়ে দিয়েছেন। কেউ বা স্বামীর চাকরি বা ব্যবসায়ের কারণে আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়ায় থিতু হয়েছেন। শেখ রেজওয়ানও বিদেশে চাকরিরত। তবে তাসনিয়া ফারিণের ক্ষেত্রে এমনটি হওয়ার আশঙ্কা খুবই কম। কারণ, এই বিয়ে যে দীর্ঘ প্রায় নয় বছরের বোঝাপড়ার বিয়ে। হুট করে সিদ্ধান্তে আসা বিয়ে নয়। আবার যে নারীর মন বলেই কথা, কখনোই আগে থেকে কিছু আঁচ করা যায় না। কত দাপটের সঙ্গে অভিনয় করা রিচি সোলায়মানও আমেরিকা পাড়ি জমিয়েছেন স্বামীর চাকরির কারণে। তবে এখন যেমন ক্যারিয়ার সেটা অব্যাহত রাখলে ছোটপর্দায় আগামীতে একচ্ছত্র শাসন করতে পারেন এ অভিনেত্রী। অনেকের ধারণা, আগামীতে মেহজাবীনের জায়গাটি দখল করতে যাচ্ছেন ফারিণ- সেটা ইতোমধ্যেই তার কাজের মধ্য দিয়ে প্রমাণ করেছেন। ছোটপর্দায় তো আছেনই, ওটিটি পস্ন্যাটফর্মেও রয়েছেন ক্যারিয়ারের উজ্জ্বল সময়ে। তরুণ অভিনেত্রীদের মধ্যে বেশ নামডাক ছড়িয়েছেন তাসনিয়া ফারিণ। দর্শক ও নির্মাতাদের কাছে তার চাহিদাও রয়েছে বেশ। 'কারাগার', 'লেডিজ অ্যান্ড জেন্টলম্যান'- এর মতো নামডাক কুড়ানো কয়েকটি ওটিটি কন্টেন্টের পর গেল সপ্তাহে 'অসময়' নামের নতুন ওয়েবফিল্মের একটি কেন্দ্রীয় চরিত্রের সঙ্গে যুক্ত হয়েছেন ফারিণ। ওয়েব ফিল্মটি পরিচালনা করছেন 'ব্যাচেলর পয়েন্ট' খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমি। চলতি বছরের শুরুর দিকে (৩ ফেব্রম্নয়ারি) প্রথমবারের মতো তার চলচ্চিত্রে অভিষেক ঘটেছিল ফারিণের। সেটাও ঘরের ইন্ডাস্ট্রিতে নয়, কলকাতার ইন্ডাস্ট্রিতে। দেশের ইতিহাসেই এটা বিরল, যে কোনো নায়িকা দেশের ইন্ডাস্ট্রিতে পা রাখার আগেই কলকাতার ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন। পরিচালক অতনু ঘোষ পরিচালিত ওই সিনেমার নাম 'আরো এক পৃথিবী'। ছবির মুক্তির কয়েকদিন আগেই প্রচারণার জন্য পশ্চিমবঙ্গে অবস্থান করেন ফারিণ। ছবিটি আহামরি ব্যবসা না করলেও ফারিণের সাবলীল অভিনয়ের প্রশংসা করেন সেখানকার দর্শক। ছবিটিতে ফারিণের সঙ্গে আরও অভিনয় করেছেন কৌশিক গাঙ্গুলী, অনিন্দিতা বসু, সাহেব ভট্টাচার্যসহ আরও অনেকে। বেশ সাড়া ফেলে দেওয়া সেই সিনেমাটির পর ভক্তরা আশা করছিলেন এরপর পূর্ণমাত্রাতেই চলচ্চিত্রে আত্মনিয়োগ করবেন ফারিণ। ছবিটিতে প্রত্যাশার পারদ এতটাই চড়েছিল, সামনে তাসনিয়ার ক্যারিয়ারে আরও বড় কিছুর হাতছানিও দিচ্ছিল। তাতে নতুন নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হবেন এমনটিই ছিল প্রত্যাশিত। এর মধ্যে শোনাও যাচ্ছিল নতুন একটি হিন্দি সিনেমায় চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন তাসনিয়া। অবশেষে প্রচারে এলো, ঠিক হিন্দি সিনেমা নয়, আবারও টালিউডে অভিনয় করতে যাচ্ছেন তাসনিয়া ফারিণ। অতনু ঘোষের 'আরো এক পৃথিবী' মুক্তির আট মাস পর এবার চুক্তিবদ্ধ হলেন কলকাতারই আরেকটি সিনেমায়। নতুন এ সিনেমার নাম 'পাত্রী চাই'। পরিচালনা করবেন বিপস্নব গোস্বামী। এটি বিপস্নবের পরিচালনায় প্রথম সিনেমাও। মুম্বাইয়ে বেশ কিছু সিনেমার সম্পাদনা করেছেন, তৈরি করেছেন কয়েকটি তথ্যচিত্র। বিপস্নবের চিত্রনাট্যে সিনেমা তৈরি হয়েছে বলিউডে। 'লাপাতা লেডিস' নামের সিনেমাটি পরিচালনা করেছেন কিরণ রাও। প্রযোজনা করেছেন আমির খান। এ বছরের টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে 'লাপাতা লেডিস'। মুক্তি পাবে আগামী বছরের ৫ জানুয়ারি। বিপস্নবের প্রথম পরিচালিত 'পাত্রী চাই' সিনেমাটিতে ফারিণ অভিনয় করবেন সব্যসাচী চক্রবর্তী, মমতাশঙ্করের মতো জনপ্রিয় অভিনয় শিল্পীদের সঙ্গে। সিনেমায় তার নায়ক অর্জুন চক্রবর্তী। ফারিণ ও অর্জুন জুটিকে কেন্দ্র করেই সাজানো হয়েছে সিনেমার গল্প। এ নিয়ে ফারিণ নিজেই জানান, ইতোমধ্যেই এ সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এতে তার চরিত্র কেমন- সে বিষয়ে অবশ্য এখনই বিস্তারিত জানাতে চাননি। তবে তার কথায় বোঝা গেল, কাজটি নিয়ে তিনি ভীষণ আশাবাদী। অন্যদিকে, পরিচালক বিপস্নব গোস্বামী জানিয়েছেন, 'পাত্রী চাই' মূলত সোশ্যাল স্যাটায়ার। হাসি-ঠাট্টার আড়ালে সমাজের বিভিন্ন অসংগতির চিত্র দেখানো হবে এ সিনেমায়। পরিচালক বলেন, পুরুষতান্ত্রিক সমাজের ফাঁপা দম্ভকে নাড়িয়ে দেওয়ার গল্প 'পাত্রী চাই।' পশ্চিমবঙ্গের প্রমোদ ফিল্মস প্রযোজিত এ সিনেমার শুটিং শুরু হবে পুজোর পরপরই। তরুণ পরিচালক বিপস্নবের প্রোফাইলে এক নজর চোখ রাখাতেই বোঝা গেছে ফারিণের নতুন সিনেমাটি মন্দ যাবে না আশা করা যায়। এরই মধ্যে আবার রটেছিল ছিল- ফারিণ আমির খানের একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। তবে এ নিয়ে ফারিণ নিজেই জানিয়েছেন তথ্যটি সত্য নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে