বলিউডে এ সময়ের সবচেয়ে আলোচিত বিষয় অভিনেত্রী পরিণীতি চোপড়া ও ভারতীয় আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার বিয়ে। অপেক্ষার অবসান ঘটিয়ে পূর্ব ঘোষণা অনুযায়ী সাতপাকে বাঁধা পড়লেন দুই জগতের এই দুই সেলিব্রেটি। রোববার গোধূলি লগ্নে পাঞ্জাবি রীতি রেওয়াজ মেনে উদয়পুরে 'রাঘনীতি'র রাজকীয় বিয়ে সম্পন্ন হয়। কেউ কেউ এই শুভ পরিণয়কে বলছেন রূপকথার বিয়ে। লেক প্যালেস থেকে নৌকায় চড়ে পরিণীতিকে বিয়ে করতে আসেন রাঘব। আইভরি রঙের শেরওয়ানি পরেছিলেন তিনি। মাথায় ছিল অফ হোয়াইট পাগড়ি, গলায় মুক্তার মালা। আর পরিণীতি পরেছিলেন বেইজ রঙের লেহেঙ্গা। দিদি প্রিয়াঙ্কা চোপড়ার মতোই মাথায় ছিল লম্বা ওড়না বা ভেইল। পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে চার হাত এক হয় দুজনের। বলিউডের জনপ্রিয় ডিজাইনার মনী মালহোত্রার ডিজাইনের পোশাক পরে রাঘবের সঙ্গে সাত পাক ঘুরলেন অভিনেত্রী। বিয়ে শেষে উদয়পুরের এই সাত তারা হোটেলেই বসেছে রাঘব-পরিণীতির রিসেপশনের আসর। সেখানে গোলাপি রঙা শিমারি শাড়ি আর ডিপ কাট বস্নাউজে ফ্রেমবন্দি হন পরিণীতি। হাতে গোলাপি রঙের চূড়া আর সিঁথি রাঙানো রাঘবের নামের সিঁদুরে। উদয়পুরে বিয়ে পর্ব সেরে দিলিস্নতে ফেরেন রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়া। কিন্তু নেটপাড়া এখনো মাত করে রয়েছে রাঘব-নীতির বিয়ের ছবি ও ভিডিও। এর মধ্যেই নেটপাড়ায় ভাইরাল হলো আরও এক ভিডিও। যেখানে দেখা যাচ্ছে ভাঙড়ার তালে নাচছেন দিলিস্নর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শুধু কেজরিওয়াল নয়, রাঘবের সঙ্গে পা মেলাচ্ছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবৎ মান। এই ভিডিও দেখে রীতিমতো শোরগোল পড়ে গেছে নেটপাড়ায়। বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই বর-কনের ছবি দেখার অপেক্ষায় সোশ্যাল মিডিয়া থেকে চোখ সরছিল না ভক্তদের। কিন্তু বিয়ের দিন রাঘব ও পরিণীতি কোনো ছবি শেয়ার করেননি। ভক্তদের সেই অপেক্ষার অবসান ঘটে সোমবার। একই ছবি শেয়ার করেন নবদম্পতি। বিয়ের পরদিন বেলা গড়তেই উদয়পুরের লীলা প্যালেস ছাড়েন রাঘব-পরিণীতি। সেখানেও জিনস-টপে সাবলীল ছিলেন পরিণীতি। গোলাপি রঙের টপ আর জিনস পরেছিলেন অভিনেত্রী। গোলাপি চূড়ার সঙ্গে ম্যাচ করেই ছিল তার এই সাজ। আর তার উপরে ছিল গোলাপি পঞ্চু। রাঘব প্যান্টস আর ক্যাজুয়াল শার্টই পরেছিলেন। জানা গেছে, দু'টি রিসেপশনের পরিকল্পনা রয়েছে রাঘব ও পরিণীতির পরিবারের। প্রথমটি হবে চন্ডিগড়ে। আগামী ৩০ সেপ্টেম্বর সেখানে পাঞ্জাবের নানা গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিত থাকার সম্ভাবনা প্রবল। এরপর পরের রিসেপশন করা হবে দিলিস্নতে। এদিকে বিয়ের পর থেকেই সহকর্মী ও কাছের মানুষ এবং ভক্ত অনুরাগীর শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন পরিণীতি। বিয়ের পর দিন সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের ছবি শেয়ার করে পরিণীতি লিখেছেন, 'সকালের নাশতার টেবিলের প্রথম আড্ডা থেকেই আমাদের হৃদয় জানত। এই দিনটির জন্য কতই না অপেক্ষা করলাম, অবশেষে মিস্টার অ্যান্ড মিসেস হতে পেরে ধন্য! একে অপরকে ছাড়া থাকতে পারতাম না, এখন থেকে আমাদের চিরকালের জার্নি শুরু হলো।' পরিণীতিকে শুভেচ্ছা জানিয়েছেন দিদি প্রিয়াঙ্কা চোপড়াও। কাজের জন্য বিয়েতে উপস্থিত থাকতে পারেননি এই বলিউড অভিনেত্রী। ছবির মন্তব্যের ঘরে লিখেছেন, 'আমার আশীর্বাদ আছে সব সময়।' পরিণীতি ও রাঘব চাড্ডার প্রেম কিংবা সম্পর্ক নিয়ে গুঞ্জন ছিল গত বছর থেকেই। যদিও এ বিষয়ে প্রশ্ন তুললে বরাবরই ক্ষেপে যেতেন পরিণীতি। কিন্তু তাতেও জল্পনায় কোনো ছেদ পড়েনি। সব গুঞ্জন-গুজবকে বাস্তবে পরিণত করে গত ১৩ মে রাঘব চাড্ডার সঙ্গে ধুমধাম করে আংটি বদল করেন পরিণীতি চোপড়া। মনীশ মালহোত্রার নকশা কাটা সাদা সালোয়ার কামিজে সেজে রাঘবের নামের আংটি অনামিকায় পরেছেন 'ইশকজাদে' নায়িকা। সেই অনুষ্ঠানেও হাজির ছিলেন দিলিস্নর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল থেকে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। এই হাইপ্রোফাইল এনগেজমেন্টের আসরে শামিল হয়েছিলেন পরিণীতির জেঠতুতো দিদি প্রিয়াঙ্কা চোপড়াসহ বলিউডের অনেক খ্যাতিমান তারকারা। প্রিয়াঙ্কার স্বামী নিক জোনাস হাজির না থাকতে পারলেও বোনের বিশেষ দিনে পাশে থাকতে সুদূর আমেরিকা থেকে কয়েকঘণ্টার জন্য ছুটে এসেছিলেন প্রিয়াঙ্কা। নতুন জীবনের পথে পা বাড়াচ্ছে ছোট্ট তিশা (পরিণীতির ডাক নাম), আদুরে শুভেচ্ছা জানাতে ভোলেননি 'দেশি গার্ল'। পরিণীতির উদ্দেশে ইনস্টাগ্রামে প্রিয়াঙ্কা লিখেছিলেন, 'অনেক অভিনন্দন তিশা আর রাঘবকে। বিয়ের জন্য আর তর সইছে না! তোমাদের দুজনের জন্য, দুই পরিবারের জন্য দারুণ খুশি। পরিবারের সঙ্গে একজোট হতে পেরে খুব মজা হলো'। বাগদানের পরের দিনেই বিতর্কে জড়িয়েছিলেন রাঘব-পরিণীতি। নেপথ্যে ছিল এক ভিডিও। যে ভিডিও পরিণীতির ঠোঁট গিয়েছিল রাঘবে মিশে। আর তাতেই নেটিজেনদের একটা বড় অংশ সোশ্যাল মিডিয়ায় করেছিল তুলোধুনা। যদিও রাঘব-পরিণীতি এই নেতিবাচক ইসু্যটাকে বেশি দূর এগোতে দেননি।