টলিউডের ছবিতে কাজ করছেন বাংলাদেশের রোমান্টিক নাটকের 'রাজপুত্র' খ্যাত অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। কলকাতার আলোচিত পরিচালক প্রতিম ডি গুপ্তর 'চালচিত্র' ছবির মাধ্যমে টলিউড ইন্ডাস্ট্রিতে অভিষেক ঘটছে জিয়াউল ফারুক অপূর্বর। এরই মধ্যে কলকাতায় গিয়ে সিনেমাটির শুটিংয়েও অংশ নিয়েছেন অপূর্ব। এতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে বলে জানান এই তারকা। ছবিতে অর্পূব একজন পুলিশের চরিত্রে কাজ করছেন। প্রথমবারের মতো কলকাতার সিনেমায় কাজ করছেন বলে বেশ উচ্ছ্বাস প্রকাশ করে ভারতীয় গণমাধ্যমকে এই অভিনেতা বলেন, 'আমি বেশ উত্তেজিত ছবিটা নিয়ে। কারণ, গল্পটা ভালো। প্রযোজক-পরিচালক দক্ষতার সঙ্গে কাজটা করছেন। তাই আরও ভালো লাগছে, ছবিটার অংশ হতে পেরে।' ছবিতে আরও অভিনয় করছেন রাইমা সেন, টোটো রায় চৌধুরী, স্বস্তিকা দত্ত, অনির্বাণ চক্রবর্তীসহ আরও অনেকে। জানা গেছে, টোটোর চরিত্রটির আগের বয়সের একটি ঘটনার সঙ্গে অপূর্বর যোগ রয়েছে। অপূর্বর প্রথম কলকাতার ছবি ঘিরে দুই বাংলার অনুরাগীদের মধ্যে উন্মাদনা বিরাজ করছে। সিনেমাটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছেন তারা। ২০১৪ সালে 'গ?্যাংস্টার রিটার্নস' ছবির মাধ্যমে বাংলাদেশের বড় পর্দায় অপূর্বর আবির্ভাব। পরে চলতি বছরের শুরুর দিকে 'বুকের মধ্যে আগুন'-এর মাধ্যমে প্রথমবার ওয়েব সিরিজের সঙ্গে সম্পৃক্ত হন।