রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

টেইলরের মুকুটে আরও এক পালক

তারার মেলা ডেস্ক
  ৩০ নভেম্বর ২০২৩, ০০:০০

ক্যারিয়ারের সোনালি সময় পার করছেন মার্কিন পপ তারকা টেইলর সুইফট। চলতি বছরের শুরু থেকেই একের পর রেকর্ড গড়ে আলোচনার শীর্ষে থাকা এই সঙ্গীতশিল্পীর নামটিই যেন বিশ্বের কোটি কোটি সঙ্গীতপ্রেমিদের উন্মাদনার এক খোরাক। একের পর এক সাফল্যের পর এবার নতুন এক স্বর্ণপালক যুক্ত হতে যাচ্ছে তার সোনালি মুকুটে। বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ বিদ্যাপীঠ হার্ভার্ড ইউনিভার্সিটিতে পরানো হবে টেইলর সুইফটের পাঠ। 'টেইলর সুইফট অ্যান্ড হার ওয়ার্ল্ড' নামে একটি নতুন কোর্স অফার করছে হার্ভার্ড ইউনিভার্সিটি- যা তার সঙ্গীত জগৎ, গান এবং সাংস্কৃতিক প্রভাব অন্বেষণ করবে। তার কাজ কীভাবে অন্যান্য শিল্পী, লেখক এবং আজকের তরুণদের প্রভাবিত করেছে সেটিও শেখাবে এই কোর্স। হার্ভার্ড ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অব ফ্লোরিডা (ইউএফ) উভয়ই ২০২৪ সালের জন্য সুইফট অধ্যয়নের নতুন কোর্স ঘোষণা করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে