শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাঠে গড়াচ্ছে বঙ্গবন্ধুর বায়োপিক

তারার মেলা রিপোর্ট
  ৩০ জানুয়ারি ২০২০, ০০:০০

সময় বদলাচ্ছে। বদলাচ্ছে চলচ্চিত্র নির্মাণের ধারা ও প্রেক্ষাপট। এক সময় কেবল কোনো গল্প, হাসি, কান্না আর কয়েকটি গান ও মারপিট দিয়ে ছবি বানানো হতো। এখন শুরু হয়েছে ইতিহাসনির্ভর আর বিখ্যাত কিছু মানুষের ওপর চলচ্চিত্র নির্মাণ। বিশ্বের অনেক নামিদামি ব্যক্তিদের নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র। সেই তালিকায় জায়গা করে নিচ্ছেন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কয়েক বছর ধরেই বঙ্গবন্ধুর বায়োপিক নির্মাণ নিয়ে আলোচনা চলছে। সর্বমহলে এ নিয়ে আগ্রহও দেখা দেয়। মুখিয়ে থাকেন দর্শকরা। কিন্তু দিনের পর দিন পেরিয়ে গেলেও রূপালি পর্দায় আসছে না বঙ্গবন্ধুর জীবন চরিত্র। গত বছরের ডিসেম্বরে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা ছিল। নানা কারণে তা সম্ভব হয়নি। প্রতীক্ষার পর অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে বঙ্গবন্ধুর বায়োপিক। শিগগিরই শুটিংয়ে নামছে ছবির টিম। সবকিছু ঠিক থাকলে আগামী বছরেই প্রেক্ষাগৃহে আসছে 'বঙ্গবন্ধু'। ইতোমধ্যে এর প্রক্রিয়া শুরু হয়ে গেছে। নির্মাণ করছেন ভারতের প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল। প্রাথমিকভাবে ছবিটির নাম রাখা হয়েছে 'বঙ্গবন্ধু'। ছবিটির চিত্রনাট্য করেছেন ভারতের অতুল তিওয়ারি ও শামা জায়েদি। চিত্রনাট্য তৈরি শেষে এখন চলছে ছবিটির শিল্পী বাছাইয়ের কাজ। শিল্পী বাছাইয়ের পরেই শুরু হবে এর দৃশ্যায়ন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন শতাধিক অভিনয় শিল্পী। বিভিন্ন বয়সী চরিত্রে দেখানো হবে বঙ্গবন্ধুকে। শুধু তাই নয়, শেখ হাসিনা, শেখ রেহানাসহ পরিবারের অন্য সদস্যদের চরিত্রও উপস্থাপন করা হবে। এ জন্য বাংলাদেশ-ভারত দুই দেশে তিন দফা অভিনয়শিল্পী বাছাই কার্যক্রমও হয়েছে। ছবির পরিচালক শ্যাম বেনেগাল সম্প্রতি জানিয়েছেন, খুব শিগগিরই ভিনয়শিল্পী চূড়ান্ত হয়ে যাবে। এই মুহূর্তে কাস্টিং নিয়ে খুবই ব্যস্ততা যাচ্ছে। এখনো কিছু চূড়ান্ত হয়নি। আশা করছি, খুব শিগগিরই অভিনয়শিল্পীদের বিষয়টি মিটিয়ে ফেলতে পারব। এদিকে শুটিংয়ের সময়টাও মোটামুটি লকড। তাই হাতেও একদম সময় নেই।'

ছবিতে বঙ্গবন্ধুর জীবনের গুরুত্বপূর্ণ কোনো অধ্যায় নয়, বরং সমগ্র জীবনটা দেখতে পাবেন দর্শকরা। তার জীবনের চারটি অধ্যায় তুলে ধরা হবে। এই চার অধ্যায়ে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয়ের জন্য বাংলাদেশ এবং ভারতের মুম্বাই ও কলকাতা থেকে অনেকে অডিশন দিয়েছেন। একই সঙ্গে বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা, শেখ রেহানাসহ পরিবারের অন্য সদস্যদের চরিত্রে কারা উপযুক্ত, তাদেরও অডিশন নেওয়া হয়েছে। তবে এখনো কাউকে চূড়ান্ত করার খবর পাওয়া যায়নি। ৬-১০ জানুয়ারি ঢাকার বাংলাদেশ টেলিভিশন মিলনায়তনে টানা পাঁচদিন বঙ্গবন্ধু বায়োপিকের জন্য অডিশন চলে। প্রথম দুদিন ছবির পরিচালক শ্যাম বেনেগাল নিজে উপস্থিত ছিলেন। এর আগেও ছবিটির জন্য ঢাকায় আসেন বেনেগাল। প্রধানমন্ত্রী ও এফডিসির কর্মকর্তাদের সঙ্গে দেখা করে ছবিটি নিয়ে আলোচনা করেন। বঙ্গবন্ধু চরিত্রটি কে করবেন এবং সে বাংলাদেশের না ভারতের তা নিশ্চিত হওয়া যায়নি। অডিশনে অংশগ্রহণকারীদের মধ্য থেকে বিভিন্ন বয়সের বঙ্গবন্ধু চরিত্র চূড়ান্ত করা হবে। তারা বাংলাদেশেরও হতে পারেন, আবার ভারতের কেউও হতে পারেন। তবে, ২০১৮ সালে অক্টোবরে শ্যাম বেনেগাল বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, 'ব্যক্তিগতভাবে আমি চাই বাংলাদেশ থেকে কোনো অভিনেতা এই চরিত্রে অভিনয় করুন। কারণ, সেটাই বেশি সমীচীন হবে। আর তিনি একটু রোগা হলেই ভালো, কারণ জীবনের বেশি অংশ শেখ মুজিব নিজেও কিন্তু বেশ পাতলা আর রোগা ছিলেন। খুব কম লোকই এটা খেয়াল করেন যে, শেখ মুজিবের যে বিশাল, ভারিক্কি চেহারার ছবিগুলোর সঙ্গে আমরা বেশি পরিচিত, সেটা তার জীবনের পরের দিকের। শেষ দিকে তার কিছুটা ওজন বেড়েছিল ঠিকই, কিন্তু জীবনের বেশি সময় তিনি রীতিমতো রোগাই ছিলেন!'

বঙ্গবন্ধুকে নিয়ে জীবনীভিত্তিক এই ছবির কাস্টিং ডিরেক্টর হিসেবে বাংলাদেশ থেকে আছেন বাহাউদ্দিন খেলন এবং ভারত থেকে শ্যাম রাওয়াত। ছবির সঙ্গে সংশ্লিষ্ট একজন বলেন, বাংলাদেশের শিল্পীদের অনেকেই অডিশন দিয়েছেন। বাহাউদ্দিন খেলন জানান, সামনের এপ্রিলে শুরু হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক ছবির শুটিং। ছবির প্রাথমিক নাম রাখা হয়েছে 'বঙ্গবন্ধু'। গত বছর শ্যাম বেনেগাল জানিয়েছিলেন, ছবিটির দৃশ্যায়ন হবে বাংলাদেশের বিভিন্ন লোকেশনে।

আলোচিত এ ছবিটি কবে নাগাদ দর্শকরা দেখতে পাবেন তা নিয়ে শ্যাম বেনেগাল জানান, 'মার্চ মাসে বঙ্গবন্ধুর জন্মদিন। আগামী বছর তার জন্মবার্ষিকীর আশপাশে, মানে মার্চ মাসে ছবিটা রিলিজ করার পরিকল্পনা আছে। আর এটাই এখন আমার লক্ষ্য। তাহলে বুঝতে পারছেন যে, সময়ের খুবই অভাব।'

বাংলাদেশ-ভারত যৌথভাবে বঙ্গবন্ধুর 'বঙ্গবন্ধু' ছবিটি প্রযোজনা করছেন। প্রাথমিকভাবে পুরো সিনেমাটি নির্মাণের জন্য বাজেট ধরা হয়েছে বাংলাদেশি টাকায় ৪০ কোটির বেশি। ব্যয়ের ৬০ ভাগ বাংলাদেশ ও ৪০ ভাগ ভারত বহন করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<86467 and publish = 1 order by id desc limit 3' at line 1