মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

অবসর পেলেই সেলাই করেন ও মাছ ধরেন প্রধানমন্ত্রী

যাযাদি ডেস্ক
  ২১ নভেম্বর ২০২০, ২০:০৪
অবসর পেলেই সেলাই করেন ও মাছ ধরেন প্রধানমন্ত্রী
অবসর পেলেই সেলাই করেন ও মাছ ধরেন প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২টি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবির একটিতে তাকে সেলাই মেশিন দিয়ে কাপড় সেলাই করতে দেখা যাচ্ছে। আরেক ছবিতে দেখা যাচ্ছে বড়শি দিয়ে মাছ ধরছেন তিনি।

বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে ছবি দুটি পোস্ট করা হয়েছে।

পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, ‘সাধারণ বাঙালি নারী আমাদের প্রধানমন্ত্রী, আমাদের নেত্রী শেখ হাসিনা। নানা ব্যস্ততার মাঝে তিনি অবসর পেলেই সেলাই করেন কাপড় আর মাছ ধরতে যান গণভবনের পুকুরে। সব হারিয়ে দেশের জন্য সারাদিন কাজ করে যাওয়া এই অনন্য সাধারণ মানুষটির জন্য অনেক ভালোবাসা ও শ্রদ্ধা।’

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে পোস্ট করার পর দ্রুতই তা ভাইরাল হয়ে পড়ে। আধা ঘণ্টার মধ্যে পোস্টে ১০ হাজারের বেশি প্রতিক্রিয়া পড়ে। আর শেয়ার হয় ৫ শতাধিক বার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে