মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

দেশে প্রথম করোনার টিকা নিচ্ছেন নার্স রুনু

যাযাদি ডেস্ক
  ২৬ জানুয়ারি ২০২১, ১৯:৪০
দেশে প্রথম করোনার টিকা নিচ্ছেন নার্স রুনু
দেশে প্রথম করোনার টিকা নিচ্ছেন নার্স রুনু

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে বুধবার ভারতের সিরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন প্রদান কার্যক্রম উদ্বোধনের সামগ্রিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল ভার্চুয়ালি সংযুক্ত হয়ে ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করবেন। কাল ২৫ জনকে করোনা টিকা দেওয়া হবে।

সূত্রে জানা যায়, এর মধ্যে প্রথম টিকা গ্রহণ করবেন একজন নার্স। তার নাম রুনু বেরোনিকা কস্তা। তিনি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স। তার সঙ্গে আরো দুজন সিনিয়র স্টাফ নার্স মুন্নী খাতুন ও রিনা সরকারও টিকা নেবেন।

এ ছাড়া চিকিৎসক হিসেবে প্রথম ভ্যাকসিন নেবেনে মেডিসিন কনসালটেন্ট ডা. আহমেদ লুৎফর মবিন। এদিন তারাসহ একে একে মোট ২৫ জনকে টিকা দেওয়া হবে।

যাযাদি/ এমডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে