শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ১০ চৈত্র ১৪২৯
walton

আলভেসের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

যাযাদি ডেস্ক
  ০২ জানুয়ারি ২০২৩, ১১:১৭
দানি আলভেস। ফাইল ছবি

নতুন বছরে নতুন করে আলোচনায় উঠে এসেছেন ব্রাজিলিয়ান তারকা দানি আলভেস। তবে এবারের আলোচনা নেতিবাচক। কেননা তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যৌন হয়রানির।

নতুন বছরকে স্বাগত জানাতে বার্সেলোনায় গিয়েছিলেন ব্রাজিলিয়ান এ ডিফেন্ডার। কিন্তু সেখানে গিয়েই বাধান বিপত্তি।

বার্সেলোনার একটি নাইট ক্লাবে কোনো সম্মতি ছাড়া এক নারীর অন্তর্বাসে হাত দিয়ে বসেন আলভেস। সাবেক বার্সা ডিফেন্ডারের এমন কাণ্ডে ঘাবড়ে যান সেই নারী।

পরে বন্ধুদের ও নিরাপত্তাকর্মীদের ডাকতে শুরু করেন সেই নারী। এই ফাঁকে আলভেস ঘটনাস্থল ত্যাগ করেন।

স্প্যানিশ সংবাদমাধ্যম এবিসির বরাতে জানা যায়, তার বিরুদ্ধে আনা যৌন হয়রানির অভিযোগ অস্বীকার করেছেন আলভেস। আলভেসের দাবি বার্সেলোনার সেই ক্লাবে অল্প সময়ের জন্য ছিলেন তিনি। আর সেই সময়টাতে এরকম কিছুই হয় নি।

তবে কাতালান পুলিশ অভিযোগকারী নারীর বয়ান নিয়েছে। এখনও আনুষ্ঠানিক কোনো অভিযোগ গঠন করা হয়নি সেই ঘটনার প্রেক্ষিতে। তদন্তের পর বেড়িয়ে আসিবে আসল ঘটনা।

যাযাদি/ সোহেল

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে