দীর্ঘ ৩৬ বছরের আক্ষেপ মোচনের পর আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী ফুটবলারদের ক্লাব ফুটবলের দলবদলে রীতিমত আকাশচুম্বী মূল্য উঠছে। বিশ্বকাপের দীর্ঘ লড়াইয়ের পর ক্লাব ফুটবল মাঠে গড়িয়েছে অনেক দিন হলো। আর্জেন্টাইনদের বিশ্ব সেরা হওয়ার পর লিওনেল মেসির সতীর্থদের দলে ভেড়াতে উঠে পড়ে লেগেছে ইউরোপের ক্লাবগুলো। বিশ্বকাপের সেরা উদীয়মান ফুটবলার এনজো ফার্নান্দেজকে বিশাল অঙ্কের প্রস্তাবের পর এবার মেসির বডিগার্ড খ্যাত ফুটবলারকে নিয়ে চলছে কাড়াকড়ি।
বিশ্বকাপের শুরুতে হয়তো অনেকেই জানতো না আর্জেন্টাইন মিডফিল্ডার এনজোর নাম। তবে তিনিই শেষ পর্যন্ত হয়েছেন আর্জেন্টিনার শিরোপা জয়ের স্বপ্নসারথী। এছাড়া পুরো বিশ্বকাপে মাঝমাঠে দেখিয়েছেন অসাধারণ নৈপুণ্য। আলবিসেলেস্তেদের তৃতীয় শিরোপা জয়ের পর বিশ্বকাপের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতেন বেনফিকার এই তারকা।
অপরদিকে বিশ্বকাপ শেষে তাকে নিয়ে প্রত্যাশামতো শুরু হয়েছে ইউরোপের বড় দলগুলোর কাড়াকাড়ি। বর্তমানে পর্তুগালের ক্লাব বেনফিকার হয়ে খেলা এনজোর সইয়ের পেছনে আছে ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, ইউভেন্তাস ও চেলসির মতো ক্লাবগুলো।
এই মিডফিল্ডারের পর এবার আর্জেন্টিনা দলের প্রাণভোমরা লিওনেল মেসির বডিগার্ড খ্যাত রদ্রিগো ডি পলকে দলে ভেড়াতে চায় আরেক ইংলিশ ক্লাব। বর্তমানে স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে খেলছেন তিনি। তবে বিশ্বকাপের আগে লা লিগায় কেবল একটি মাত্র ম্যাচে পূর্ণ ৯০ মিনিট সুযোগ পেয়েছিলেন ডি পল। বিশ্বসেরা হওয়ার পর এ মিডফিল্ডারের ট্রান্সফার মূল্য কয়েকগুণ বেড়ে দাঁড়িয়েছে। এই সুযোগে এই বিশ্বচ্যাম্পিয়নকে গোল্ডেন গ্লাভসজয়ী আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের ক্লাব অ্যাস্টন ভিলা দলে ভেড়াতে চায়।
শুধু ইংলিশ লিগের এই ক্লাবটিই নয় ডি পলকে দলে নিতে আগ্রহী ইতালির দুই জায়ান্ট জুভেন্টাস ও এসি মিলান।
যাযাদি/ সোহেল