সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

ফটিকছড়িতে টমটমের ধাক্কায় যুবক-যুবতীর মৃত্যু

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
  ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০৭
ফটিকছড়িতে টমটমের ধাক্কায় যুবক-যুবতীর মৃত্যু
প্রতীকি ছবি

চট্টগ্রামের ফটিকছড়িতে উল্টো সাইডে আসা টমটম ওভারটেক করার সময় সিএনজি চালিত একটি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে যুবক মো: পারভেজ (২২) এবং যুবতী রেহেনা আক্তার তানিয়া (২৪) নামের ২জন যুবক-যুবতীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো এক মহিলা।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের নাজিরহাট আজম রোডের মাথায় এফটিওয়াই কনভেনশন সেন্টার এর সামনে এ ঘটনা ঘটেছে।

নিহত যুবক মো: পারভেজ ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউপির দক্ষিণ জুজখোলা গ্রামের মো: ইউসুফের একমাত্র ছেলে। সে প্রবাসে যাওয়ার জন্য ডাক্তারী দিয়ে চট্টগ্রাম শহর থেকে বাড়ি ফিরছিল।ঘটনার সময় তার এক হাত পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে মাটিতে পড়ে যায় এবং পায়ে গুরুতর আঘায় পান। এদিকে, ৩ ভাইবোনের মধ্যে ১মাত্র ভাই কে হারিয়ে ছোট ২ বোন সাথে মা-বাবা সহ এলাকায় চলছে শোকের মাতম। অন্যদিকে নিহত যুবতী রেহেনা আক্তার তানিয়া (২৪) হাটহাজারী উপজেলার চৌধুরীহাট সন্দ্বীপ কলোনির জাকির হোসেনের মেয়ে।

প্রত্যক্ষদর্শী এবং ঘটনাস্থলের সামনের দোকানদারদের সাথে কথা বলে জানা যায়- চট্টগ্রাম থেকে ফটিকছড়িগামী একটি সিএনজি চালিত অটোরিকশা নিজের সাইডে যাচ্ছিল এমন সময় সামনে থেকে আসা একটি খালি টমটম দ্রুত গতিতে দুটি গাড়িকে একসাথে ওভারটেক করতে গেলে সামনের সিএনজিটিকে দুমড়েমুচড়ে পেলে। এতে সিএনজিতে থাকা এক ১যুবতী ঘটনাস্থলে মারা যান। অন্য এক যুবকের হাত পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে মাটিতে পড়ে যায়। এসময় পায়েও গুরুত্বর আঘাত পায় সে। শুনেছি চমেকে নেয়ার পর সেখানে সেও মারা গেছে। এছাড়াও এসময় আরো একজন সুয়াবিল এলাকার মহিলা আহত হয়েছেন। পড়ে ৩ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে নাজিরহাট হাইওয়ে থানার এস আই সাহেদ বলেন- টমটমটি সহ ড্রাইভারকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরেফিন আজিম বলেন- ৩জন গুরুত্বর আহত নারী-পুরুষকে হাসপাতালে নিয়ে আসা হয় এতে একজন মেয়ে মৃত ছিল অন্য একজন যুবকের হাত বিচ্ছিন্ন হওয়াসহ পায়েও বেশ আঘাতপ্রাপ্ত হন। তাকে চমেকে রেফার করার পর সেখানে সে মারা গেছে শুনেছি।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে