বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

বদলগাছীতে দীর্ঘ ছুটি ও ভাপসা গরমে আম চাষিরা বিপাকে
নওগাঁর বদলগাছীতে ঈদুল আজহার দীর্ঘ ছুটি ও ভাপসা গরমের কারণে আম চাষিরা বিপাকে পড়েছে। তারা বলছেন আমের এই ভর মৌসুমে ঈদের দীর্ঘ ছুটি ও একটানা ভাপসা গরমের কারণে গাছের সব আম এক সাতে পাকতে শুরু করছে। ফলে বাজারে দাম তুলনামূলক অনেক কম।  আম চাষি ডাংগীসারা গ্রামের সোবহানের ছেলে সান্ত, ফারুক হোসেন, এনামুল হক সহ অনেকে বলেন আমাদের এলাকায় বর্তমান নাগ ফজলী আম বেশী পাকছে। কিন্ত বাজারে দাম কম হওয়ায় তেমন লাভ নেই।  মথুরাপুর গ্রামের আবুল, জালাল, কছির উদ্দীন বলেন, বেশী গরমের কারনে সবার বাগানের নাগ ফজলী আম পাকছে যার ফলে বাজারে দাম কম। আর কিছু দিন পর হাঁড়ি ভাঙ্গা, বাটলি, গোপাল ভোগ সহ বিভিন্ন আম নামতে শুরু করবে। 
১৫ জুন, ২০২৫

যাযাদি ডেস্ক / ছুটি শেষে প্রথম দিনই বায়ুদূষণে বিশ্বে দ্বিতীয় ঢাকা
ঈদুল আজহায় টানা ছুটির মাঝে বৃষ্টি হওয়ায় ঢাকার বাতাস মোটামুটি স্বাস্থ্যকর ছিল। তবে গত কয়েকদিন ধরে বৃষ্টিহীন শুষ্ক পরিবেশ আর ক্রমেই রাজধানীর পুরনো ভিড় বাড়তে থাকায় দূষণও বাড়ছে সমান তালে। আজ রোববার সকাল ৯টার দিকে দেখা গেছে, বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ফের শীর্ষস্থানগুলোতে জায়গা করে নিয়েছে ঢাকা। এ সময়ে ১৪২ একিউআই স্কোর নিয়ে বিশ্বের দ্বিতীয় দূষিত বাতাসের শহর ছিল বাংলাদেশের রাজধানী, সংবেদনশীল গোষ্ঠীর জন্য যা অস্বাস্থ্যকর। এ সময় ১৫৩ স্কোর নিয়ে শীর্ষ দূষিত শহর ছিল ইন্দোনেশিয়ার মেদান। এছাড়া ১২৬ ও ১২৪ স্কোর নিয়ে ঢাকার পরেই ছিল যথাক্রমে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও মিসরের কায়রো। কণা দূষণের একিউআই মান যদি ০ থেকে ৫০-এর মধ্যে থাকে, তবে তা ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০-এর মধ্যে হলে সেটি ‘মাঝারি’। একিউআই স্কোর ১০১ থেকে ১৫০-হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ বলে গণ্য করা হয়। এই পর্যায়ে সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেয়া হয়। এছাড়া ১৫১ থেকে ২০০-হলে তা ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০-হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করে। বাংলাদেশে একিউআই সূচক নির্ধারিত হয় পাঁচ ধরনের দূষণের ভিত্তিতে- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও₂), কার্বন মনো-অক্সাইড (সিও), সালফার ডাই-অক্সাইড (এসও₂) ও ওজোন। ঢাকা দীর্ঘদিন ধরেই বায়ুদূষণজনিত সমস্যায় ভুগছে। শীতকালে এখানকার বায়ুমান সাধারণত সবচেয়ে খারাপ থাকে, আর বর্ষাকালে তুলনামূলকভাবে উন্নত হয়।
১৫ জুন, ২০২৫

উপরে