রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

মিয়ানমারের সুপ্রিম কোর্ট সু চির আপিল শুনছে

যাযাদি ডেস্ক
  ০৭ জুলাই ২০২৩, ০০:০০
মিয়ানমারের সুপ্রিম কোর্ট সু চির আপিল শুনছে
অং সান সু চি

দুর্নীতি, নির্বাচনে জালিয়াতিসহ একাধিক অভিযোগে যে ৩৩ বছরের কারাদন্ডের সাজা পেয়েছেন, তা কমাতে আপিল করেছেন মিয়ানমারের নোবেল জয়ী নেত্রী অং সান সু চি। দেশটির সর্বোচ্চ আদালত সেই আপিলগুলো শুনছে; বুধবার তার সর্বশেষ শুনানি হয়েছে। রাষ্ট্রীয় অর্থের অপব্যবহার এবং বাণিজ্য ও টেলিকম আইন লঙ্ঘনে সু চিকে যে সাজা দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্ট আগামী দুই সপ্তাহের মধ্যে তার বিরুদ্ধে হওয়া আপিল শুনবে বলে ধারণা করা হচ্ছে।

২০২১ সালে মিয়ানমারের সামরিক বাহিনী অভু্যত্থানের মাধ্যমে দেশটির নির্বাচিত সরকারকে ক্ষমতাচু্যত করার পর সু চিকেও গ্রেপ্তার করে। এরপর তার বিরুদ্ধে ভোটে জালিয়াতি, দুর্নীতি, অবৈধ কর্মকান্ডে উসকানিসহ অসংখ্য অভিযোগে মামলা হয়।

বুধবারের আপিল শুনানিতে ৭৮ বছর বয়সি সু চি উপস্থিত ছিলেন না। তার পক্ষে আইনজীবীরা রাষ্ট্রীয় গোপনীয়তা আইনের লঙ্ঘন ও নির্বাচনী জালিয়াতি মামলায় দেওয়া সাজার বিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন বলে জানিয়েছেন ওই সূত্রটি, সংবেদনশীল বিষয় হওয়ায় যিনি নিজের নাম পরিচয় প্রকাশে রাজি হননি।

সুপ্রিম কোর্ট দুই মাসের মধ্যেই আপিলের রায় দেবে বলেও ধারণা করা হচ্ছে।

আড়াই বছর আগের অভু্যত্থান মিয়ানমারের রাজনীতি ও সমাজব্যবস্থাকে ওলটপালট করে দিয়েছে। সু চি এবং অন্য বিরোধীদের ওপর খড়্‌গহস্ত হওয়ায় দেশটির জান্তা সরকার বিশ্বব্যাপী সমালোচনার মুখেও পড়েছে।

গণতন্ত্রপন্থি নেতাকর্মীদের গোপন বিচারে কারাদন্ড দেওয়া এবং কয়েক দশকের বিরতির পর মৃতু্যদন্ড ফিরিয়ে আনায় সামরিক বাহিনীর সরকারের সমালোচনা করছে একাধিক মানবাধিকার সংগঠনও।

সেসব সমালোচনার প্রতু্যত্তরে সামরিক বাহিনী বলছে, স্বাধীন বিচার বিভাগ নির্ধারিত প্রক্রিয়ায় মামলাগুলোর নিষ্পত্তি করছে, অভিযুক্তদের পর্যাপ্ত সুযোগও দেওয়া হচ্ছে। সংবাদসূত্র : রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে