বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
সিরিয়ায় ইসরাইলি হামলা

ইরানি বিপস্নবী গার্ডের চার সদস্য নিহত

যাযাদি ডেস্ক
  ২১ জানুয়ারি ২০২৪, ০০:০০
ইরানি বিপস্নবী গার্ডের চার সদস্য নিহত

সিরিয়ার রাজধানী দামেস্কের একটি আবাসিক ভবনে হামলা চালিয়েছে ইসরাইল। শনিবার মাজ্জেহ নামক একটি এলাকায় এই হামলা হয়। হামলায় ইরানের বিপস্নবী গার্ডের চার সদস্য নিহত হয়েছেন। ওই এলাকায় লেবানন ও ইরানসহ বেশ কয়েকটি দেশের দূতাবাস অবস্থিত। তথ্যসূত্র : আল-জাজিরা

গত সপ্তাহে ইরাকের ইরবিলে ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের একটি 'সেফ হাউস' লক্ষ্য করে ইরানের ইসলামিক বিপস্নবী গার্ড যে হামলা চালিয়েছে, সেটির প্রতিশোধ নিতে ইসরাইল বিপস্নবী গার্ডের একটি গোয়েন্দা ইউনিটকে লক্ষ্য করে সিরিয়ার শনিবার হামলা চালিয়েছে। সেখানে বিপস্নবী গার্ডের গোয়েন্দা সংস্থার এক জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন।

যুক্তরাজ্যভিত্তিক সংস্থা 'সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস' জানিয়েছে, হামলায় পাঁচজন নিহত হয়েছেন। ভবনটিতে 'ইরান সংশ্লিষ্ট নেতারা' বৈঠক করছিলেন। হামলায় চারতলা পুরো ভবনটি ধসে পড়েছে।'

সিরিয়ার রাষ্ট্রীয় টিভি বলেছে, 'ইসরাইলি আগ্রাসন' ভবনটিতে আঘাত হেনেছে।

দামেস্কে বিপস্নবী গার্ডের কর্মকর্তাদের লক্ষ্য করে কয়েকদিন ধরে নিয়মিত হামলা চালাচ্ছে ইসরাইল। গত মাসে ইসরাইলি হামলায় বিপস্নবী গার্ডের জ্যেষ্ঠ কর্মকর্তা জেনারেল সৈয়দ রাজি মৌসাভি নিহত হন। তার সঙ্গে বিপস্নবী গার্ডের কুদস ফোর্সের সাবেক প্রধান কাসেম সোলাইমানির ভালো সম্পর্ক ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে