মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাচ্ছে আর্জেন্টিনা

আন্তর্জাতিক ডেস্ক
  ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাচ্ছে আর্জেন্টিনা

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডবিস্নউএইচও) থেকে নিজেদের প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছে আর্জেন্টিনা। এই পদক্ষেপ জনস্বাস্থ্য বিষয়ক সংস্থাগুলোর জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে, কারণ ডবিস্নউএইচও জনস্বাস্থ্য সুরক্ষায় আন্তর্জাতিক সমন্বয় করে থাকে। এই ঘোষণাটি এমন সময়ে এলো, যখন কিছুদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রও একই পথে হেঁটেছে। ধারণা করা হচ্ছে, দুটি দেশের বর্তমান কট্টর ডানপন্থী সরকারের মধ্যে একটি যোগসূত্র রয়েছে। আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। উভয়েই কোভিড-১৯ মহামারী মোকাবেলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভূমিকা নিয়ে সমালোচনা করেছেন। জাতিসংঘের একটি সংস্থা হিসেবে, ডবিস্নউএইচও কোনো দেশকে তাদের স্বাস্থ্য বিষয়ক পরামর্শ মানতে বাধ্য করতে পারে না। তবে সংস্থাটি বিভিন্ন স্বাস্থ্য সংকট মোকাবেলায় সদস্য রাষ্ট্রগুলোকে প্রয়োজনীয় গবেষণা ও সুপারিশ দিয়ে সহায়তা করে। মিলেই বুধবার কোভিড-১৯ মহামারী চলাকালীন শারীরিক দূরত্ব বজায় রাখার বিষয়ে ডবিস্নউএইচও-এর পরামর্শের সমালোচনা করেন। তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, আমরা এমন একটি জঘন্য সংস্থা ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি, যা ইতিহাসের বৃহত্তম 'সামাজিক নিয়ন্ত্রণ' পরীক্ষার একটি অংশ ছিল। আর্জেন্টিনায় আকাশছোঁয়া মূল্যস্ফীতির মধ্যে ২০২৩ সালে মিলেই প্রেসিডেন্ট নির্বাচিত হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে