টমাস হার্ডি, (২ জুন, ১৮৪০-১১ জানুয়ারি ১৯২৮) একজন ইংরেজ সাহিত্যিক। রোমান্টিসিজম ঘরানার এই কবি ও ঔপন্যাসিক উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ও চার্লস ডিকেন্সের দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। ডিকেন্সের মতো তার লেখাও ভিক্টোরিয়ান সোসাইটিতে সমালোচিত হয়েছিল। যদিও হার্ডি তার লেখায় তৎকালীন ক্ষয়িষ্ণু গ্রাম্য সমাজের দিকে বেশি আলোকপাত করেছিলেন। তিনি প্রথম দিকে নিজেকে একজন কবি হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। পরে একজন ঔপন্যাসিক হিসেবেও তিনি ব্যাপক জনপ্রিয়তা পান। তার লেখালেখির শুরু খুব অল্প বয়সে। টেস অব দ্য ড'আরবারভিলস, ফার ফ্রম দ্য ম্যডিং ক্রাউড, দ্য মেয়র অব কাস্টারব্রিজ, জুড দ্য অবসকিউর তার জনপ্রিয় উপন্যাস। টমাস হার্ডি ১৮৪০ সালে পূর্ব চেস্টারশায়ারের হায়ার বকহ্যাম্পটন নামে একটি পলস্নীতে জন্মগ্রহণ করেন। হার্ডির বয়স আট বছর হওয়া পর্যন্ত বাড়িতে শিক্ষা গ্রহণ করেন। এরপর তাকে বকহ্যাম্পটনের স্কুলে ভর্তি করা হয়। হার্ডির পরিবার খুব সচ্ছল ছিল না। বিশ্ববিদ্যালয়ের পড়ার আর্থিক সামর্থ্য না থাকায় মাত্র ষোলো বছর বয়সে তাকে পড়ালেখা ছেড়ে দিতে হয়। এরপর জেমস হিক্?স নামের স্থানীয় এক স্থপতির কাছে শিক্ষানবিশ হিসেবে কাজ শুরু করেন। ১৯৬২ সালে হার্ডি লন্ডনের কিংস কলেজে ভর্তি হন। ইতোমধ্যে তিনি একজন স্থপতি হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন। রয়্যাল ইনস্টিটিউট অব ব্রিটিশ আর্কিটেক্টস এবং আর্কিটেক্টারাল অ্যাসোসিয়েশন থেকে তিনি পুরস্কার লাভ করেন। টমাস হার্ডির লেখা প্রথম উপন্যাসের নাম 'দ্য পুওর ম্যান অ্যান্ড দ্য লেডি'। এটি লেখা? শেষ হয় ১৮৬৭ সালে। লেখাটি প্রকাশ করার জন্য কোনো প্রকাশক আগ্রহী হননি। তার এক বন্ধু, কবি ও ঔপন্যাসিক জন মেরেডিথের পরামর্শে তিনি পরে আর এই লেখা প্রকাশের চেষ্টা করেননি। মেরডিথের মতে লেখাটির মধ্যে অনেক বিতর্কিত রাজনৈতিক বিষয় ছিল যা ছাপা হলে হার্ডিকে পরবর্তিতে সমস্যায় ফেলত। হার্ডি এই উপন্যাসের পান্ডুলিপিটি নষ্ট করে ফেলেছিলেন। এরপর টমাস হার্ডি লেখেন ডেসপাটে রেমেডিসও আন্ডার দ্য গ্রিন উড ট্রিজ, এই দুটি লেখাই বেনামে প্রকাশিত হয়। ১৮৭৩ সালে প্রকাশিত হয় এ পেয়ার অব বস্নু আইজ। ১৮৭৪ সালে প্রকাশিত হয় ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড।