প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য জীববিজ্ঞান থেকে জ্ঞানমূলক প্রশ্নোত্তর দেয়া হলো
জ্ঞানমূলক প্রশ্নোত্তর
অধ্যায়Ñ ৩
৪২। মস্তিষ্কের কোন অংশ দেহের পেশির টান নিয়ন্ত্রণ করে?
উত্তর : সেরিবেলাম
৪৩। কোন পযাের্য় সেন্ট্রামিয়ারগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে?
উত্তর : মেটাফেজ
৪৪। কোষ বিভাজনের কোন পযাের্য় বিকষর্ণ শুরু হয়?
উত্তর : মেটাফেজ
৪৫। জনন কোষের সংখ্যা বৃদ্ধি পায় কোন বিভাজনের কারণে?
উত্তর : মিয়োসিস
৪৬। মিয়োসিস কোষ বিভাজনে প্রতিটি অপত্য কোষে কতটি ক্রোমোজোম থাকে?
উত্তর : ২৩টি
৪৭। সরল বহুকোষী জীব কোন কোষ থেকে জীবন শুরু করে?
উত্তর : জাইগোট
৪৮। মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপের শেষের দিকে সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয়?
উত্তর : মেটাফেজ
৪৯। অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফলে কী হয়?
উত্তর : ক্যান্সার
৫০। অ্যানাফেজ পযাের্য় প্রতিটি ক্রোমাটিডকে কী বলে?
উত্তর : অপত্য ক্রোমোজোম
৫১। মাইটোসিসের ফলে কোন জীবের দৈহিক বৃদ্ধি ঘটে?
উত্তর : বহুকোষী জীবের
৫২। মিয়োসিস পদ্ধতিতে মাতৃ-নিউক্লিয়াসের বিভাজন কয়বার ঘটে?
উত্তর : ২ বার
৫৩। কোন কোষ বিভাজনের ফলে প্রজাতির মধ্যে বৈচিত্র্য দেখা যায়?
উত্তর : মিয়োসিস
৫৪। স্পিন্ডল তন্তু কী?
উত্তর : স্পিন্ডল যন্ত্রের এক মেরু থেকে অপর মেরু পযর্ন্ত বিস্তৃত তন্তুগুলোই হলো স্পিন্ডল তন্তু।
৫৫। মিয়োসিস অথর্ কী?
উত্তর : হ্রাস করা
৫৬। আকষর্ণ তন্তু কাকে বলে?
উত্তর : মাইটোসিসের প্রো-মেটাফেজ পযাের্য় ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার স্পিন্ডল যন্ত্রের যে নিদির্ষ্ট তন্তুর সঙ্গে সংযুক্ত হয় তাকে আকষর্ণ তন্তু বলে।
৫৭। ক্যারিওকাইনেসিস কী?
উত্তর : মাইটোসিস কোষ বিভাজনকালে নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস বলে।
৫৮। মাইটোসিস প্রক্রিয়ার পযার্য় কয়টি?
উত্তর : ৫টি
৫৯। ইন্টারফেজ কী?
উত্তর : ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিস শুরু হওয়ার আগে কোষের নিউক্লিয়াসকে কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হয়। কোষটির এ অবস্থাকে ইন্টারফেজ বলে।
৬০। মিয়োসিস কী?
উত্তর : যে কোষ বিভাজনে নিউক্লিয়াস দু’বার কিন্তু ক্রোমোজোমে একবার বিভক্ত হয় তাকে মিয়োসিস বলে।
৬১। মাইটোসিস কোষ বিভাজন কাকে বলে?
উত্তর : যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি প্রকৃত মাতৃকোষের জটিল ও ধারাবাহিক পযাের্য় তার নিউক্লিয়াস ও ক্রোমোজোম উভয়ই একবার করে বিভক্ত হয় এবং অপত্য কোষের ক্রোমোজোমের সংখ্যা, আকৃতি, প্রকৃতি ও গুণাবলি মাতৃকোষের অনুরূপ হয় তাকে মাইটোসিস কোষ বিভাজন বলে।
৬২। অ্যামাইটোসিস কোষ বিভাজন কাকে বলে?
উত্তর : যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম কোনো জটিল মাধ্যমিক পযার্য় ছাড়াই সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে তাকে অ্যামাইটোসিস কোষ বিভাজন বলে।