বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

জানার আছে অনেক কিছু

শিক্ষা জগৎ ডেস্ক
  ১৯ জানুয়ারি ২০২৪, ০০:০০
ভিক্টোরিয়া হ্রদ

প্রশ্ন : আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বর্তমান সদস্য দেশ কতটি?

উত্তর :১০৮টি।

প্রশ্ন :সম্প্রতি টি-টোয়েন্টি ক্রিকেটের অভিষেক ম্যাচে হ্যাটট্রিক করেন কোন বাংলাদেশি নারী ক্রিকেটার?

উত্তর :ফারিহা ইসলাম তৃষ্ণা।

প্রশ্ন :বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের মোট দৈর্ঘ্য কত কিলোমিটার?

উত্তর :৩ দশমিক ৩২ কিলোমিটার বা ২ দশমিক শূন্য ৬ মাইল।

প্রশ্ন :বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল কোন কোন এলাকাকে সংযুক্ত করেছে?

উত্তর :চট্টগ্রামের পতেঙ্গা ও আনোয়ারা।

প্রশ্ন : সম্প্রতি শূন্য কোভিড নীতি চালুর প্রতিবাদে সরকারের পদত্যাগ দাবি করে কোন দেশে বিক্ষোভ হয়?

উত্তর : চীনে।

প্রশ্ন : বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালন করা হয়?

উত্তর : ১১ জুলাই।

প্রশ্ন :হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়?

উত্তর : ১৫৭৬ সালে।

প্রশ্ন : পূর্ব ও মধ্য রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত?

উত্তর :হাজীপুর।

প্রশ্ন :ভারতের দীর্ঘতম সেচ খাল কোনটি?

উত্তর :ইন্দিরা গান্ধীর খাল।

প্রশ্ন :পঞ্চবার্ষিকী পরিকল্পনা চূড়ান্ত সম্মতি কোন বিভাগ দেয়?

উত্তর :জাতীয় উন্নয়ন পরিষদ।

প্রশ্ন :নীল নদের উৎস কোথা থেকে?

উত্তর :ভিক্টোরিয়া হ্রদ।

প্রশ্ন :রসায়ন বিদ্যার জনক কাকে বলা হয়?

উত্তর :রবার্ট বয়েল।

প্রশ্ন :পন্ডিত লাচু মহারাজ কিসের সঙ্গে যুক্ত?

উত্তর :তবলা।

প্রশ্ন :২০১৯ সালের ইরানি কাপ কে জিতল?

উত্তর :বিদর্ভ।

প্রশ্ন :কোন প্রাণী মুখ দ্বারা মল ত্যাগ করে?

উত্তর :বাদুড়।

প্রশ্ন :'কড়ি দিয়ে কিনলাম' উপন্যাসটির লেখক কে?

উত্তর :বিমল মিত্র।

প্রশ্ন :মিলান শহরটি কোন দেশে অবস্থিত?

উত্তর :ইতালি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে