বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

রবিতে কর্মচারীদের প্রশিক্ষণ কর্মশালা

শিক্ষা জগৎ ডেস্ক
  ১৯ জানুয়ারি ২০২৪, ০০:০০
রবিতে কর্মচারীদের প্রশিক্ষণ কর্মশালা

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে (রবি) ১১-২০তম গ্রেডের কর্মচারীদের 'অ্যাসেনশিয়াল স্কিল ডেভেলপমেন্ট ফর দ্য ইমপেস্নাইস' শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-৩-এ রবির আইকিউএসির উদ্যোগে ১৭ জানুয়ারি এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন রবি উপাচার্য অধ্যাপক ডক্টর মো. শাহ্‌ আজম শান্তনু। এই প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর ফিরোজ আহমদ। স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) বিজন কুমার।

রবি উপাচার্য, কোষাধ্যক্ষ ছাড়াও রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন, বাংলা বিভাগের চেয়ারম্যান ডক্টর মো. ফখরুল ইসলাম ও সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ তানভীর আহমেদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে