কাকতাড়ুয়া
৪৩. কীভাবে বুধা আলির তেলের দাম শোধ করবে?
ক. ধান দিয়ে খ. ফল দিয়ে
গ. টাকা দিয়ে ঘ. গায়ে খেটে
উত্তর: ঘ. গায়ে খেটে
৪৪. আহাদ মুন্সির ঘর কয় চালা?
ক. ছয় চালা খ. আট চালা
গ. চার চালা ঘ. দোচালা
উত্তর: খ. আট চালা
৪৫. কারা খায় দায় ফুর্তি করে আর মানুষ ধরে নিয়ে যায়?
ক. রাজাকাররা খ. হানাদাররা
গ. গ্রামের লোকজন ঘ. মুক্তিযোদ্ধারা
উত্তর: খ. হানাদাররা
৪৬. বুধা কিসের ভঙ্গিতে নৌকায় শুয়ে পড়ে?
ক. অসুস্থ হওয়ার খ. মৃতের
গ. কাকতাড়ুয়ার ঘ. পাখির
উত্তর: গ. কাকতাড়ুয়ার
৪৭. কে বুধাকে রোজ ভাত খেয়ে যেতে বলে?
ক. চাচি খ. নোলক বুয়া
গ. মিঠুর মা ঘ. আতাফুপু
উত্তর: গ. মিঠুর মা
৪৮. কুন্তি শাপলা তুলেছে কেন?
ক. বিক্রির জন্য
খ. ক্ষুধা থেকে বাঁচার জন্য
গ. মালা বানানোর জন্য
ঘ. গরুকে খাওয়ানোর জন্য
উত্তর:খ. ক্ষুধা থেকে বাঁচার জন্য
৪৯. বুধা কার কাছে মাটি কাটার কাজে নেওয়ার জন্য অনুরোধ করে?
ক. মতিউরের খ. আহাদ মুন্সির
গ. ফজু চাচার ঘ. মিলিটারির
উত্তর: গ. ফজু চাচার
৫০. বাঙ্কার তৈরির কাজে অগ্রগতি দেখে কে বুধার প্রশংসা করে?
ক. মিলিটারি খ. আহাদ মুন্সি
গ. ফজু চাচা ঘ. মতিউর
উত্তর: ঘ. মতিউর
৫১. 'কাকতাড়ুয়া' উপন্যাসে আখড়ার গান শুনে কে গান শেখে?
ক. শাহাবুদ্দিন খ. হরিকাকু
গ. বুধা ঘ. আলি
উত্তর: খ. হরিকাকু
৫২. বুধা দুঃখকে কী ভাবে?
ক. হিংস্র শকুন খ. গোপন শত্রম্ন
গ. মহাবিপদ ঘ. শান্ত পাখি
উত্তর:ক. হিংস্র শকুন
৫৩. কার গায়ে হাত দিয়ে বুধা শিউরে ওঠে?
ক. কুন্তির খ. মধুর
গ. ফুলকলির ঘ. তিনুর
উত্তর: ঘ. তিনুর
৫৪. মাঠের মাঝখানে কাকতাড়ুয়া হয়ে দাঁড়িয়ে থাকে কে?
ক. মতিউর
খ. শাহাবুদ্দিন
গ. বুধা ঘ. আলি
উত্তর: গ. বুধা
৫৫. 'ওরা তো আবার আসবে' 'কাকতাড়ুয়া' উপন্যাসে 'ওরা' কারা?
ক. রাজাকাররা খ. মুক্তিযোদ্ধারা
গ. গ্রামবাসীরা ঘ. মিলিটারিরা
উত্তর:ঘ. মিলিটারিরা
৫৬. কারা একে-ওকে ধরে নিয়ে ক্যাম্পের সামনে বেঁধে রাখে?
ক. গ্রামবাসীরা খ. রাজাকাররা
গ. মিলিটারিরা ঘ. মুক্তিযোদ্ধারা
উত্তর: গ. মিলিটারিরা
৫৭. বুধা বাঁশের লাঠির মাথায় শুকনা পাট জড়িয়ে কয়টা মশাল ধরায়?
ক. ৫টি খ. ১০টি
গ. ৪টি ঘ. ২টি
উত্তর: গ. ৪টি
৫৮. বুধার নতুন নাম জয় বাংলা কে রাখে?
ক. আলি খ. কুন্তি
গ. শাহাবুদ্দিন ঘ. মিঠু
উত্তর: ক. আলি
৫৯. মুক্তিবাহিনীতে যোগ দিতে যাচ্ছে কারা?
ক. মধু ও মিঠু খ. মিঠু ও বুধা
গ. আলি ও মিঠু ঘ. মতিউর ও কুদ্দুস
উত্তর: ঘ. মতিউর ও কুদ্দুস
৬০. আহাদ মুন্সির বড় ছেলে কাকে কান ধরে টেনে তোলে?
ক. মিঠুকে খ. আলিকে
গ. বুধাকে ঘ. কুন্তিকে
উত্তর: গ. বুধাকে
৬১. বুধা কার দিকে তাকিয়ে ভেংচি কাটে?
ক. মিঠুর দিকে
খ. আহাদ মুন্সির দিকে
গ. হরি কাকুর দিকে
ঘ. মতিউরের দিকে
উত্তর: ঘ. মতিউরের দিকে
৬২. "তোকে পেলে চিবিয়ে খাব"- 'কাকতাড়ুয়া' উপন্যাসে কার উক্তি?
ক. মতিউর খ. আহাদ মুন্সি
গ. বুধা ঘ. শাহাবুদ্দিন
উত্তর: ক. মতিউর
৬৩. রাজাকার কমান্ডারের কাজের মেয়ের নাম কী?
ক. কুন্তি খ. রানি
গ. ফুলকলি ঘ. গ রিনা
উত্তর: গ. ফুলকলি
৬৪. বুধা ও ফুলকলি এক দৌড়ে কোথায় যায়?
ক. নোলক বুয়ার বাড়িতে
খ. আতাফুফুর বাড়িতে
গ. হরিকাকুর বাড়িতে
ঘ. আহাদ মুন্সির বাড়িতে
উত্তর: খ. আতাফুফুর বাড়িতে
৬৫. কাকতাড়ুয়া সেজেছিস কেন?- বুধার প্রতি প্রশ্নটি কার?
ক. রাজাকার কুদ্দুস খ. মতিউর
গ. আহাদ মুন্সি ঘ. মিলিটারি
উত্তর: ক. রাজাকার কুদ্দুস
৬৬. কুদ্দুস কাকে তাড়া করে?
ক. মিঠুকে খ. বুধাকে
গ. আলিকে ঘ. শাহাবুদ্দিনকে
উত্তর: খ. বুধাকে
৬৭. বুধাকে কে 'শুয়োরের বাচ্চা' বলে গালি দেয়?
ক. মতিউর খ. আহাদ মুন্সি
গ. কুদ্দুস রাজাকার ঘ. মিলিটারি
উত্তর: গ. কুদ্দুস রাজাকার
৬৮. বুধা কাকে স্যালুট করে?
ক. শাহাবুদ্দিনকে খ. মিলিটারিকে
গ. আহাদ মুন্সিকে ঘ. মতিউরকে
উত্তর:ক. শাহাবুদ্দিনকে
৬৯. বুধাকে ট্যাংরা মাছের তরকারি দিয়ে ভাত দেয় কে?
ক. চাচি খ. নোলক বুয়া
গ. মিঠুর মা ঘ. আতাফুফু
উত্তর:গ. মিঠুর মা
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়