মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২
ঘোষণা ঘিরে বিক্ষোভ-হাতাহাতি

সমন্বয়কদের নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ

যাযাদি রিপোর্ট
  ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
সমন্বয়কদের নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ
সমন্বয়কদের নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে গঠিত নতুন ছাত্র সংগঠনের নাম দেওয়া হয়েছে 'গণতান্ত্রিক ছাত্র সংসদ'। নতুন এই ছাত্রসংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হয়েছেন আবু বাকের মজুমদার। আর কেন্দ্রীয় কমিটির সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন জাহিদ আহসান।

বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলন করে এই সংগঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। এই ঘোষণা ঘিরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি স্স্নোগান ও হাতাহাতির ঘটনা ঘটেছে।

এর আগে, বিকেল ৩টায় মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশের ঘোষণা ছিল। এ উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কেরা বিকেলে সেখানে এসে জড়ো হন। অপরদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে নিজেদের পর্যাপ্ত সংখ্যক পদ দাবি করে বিক্ষোভ করেন।

মধুর ক্যান্টিনের সামনে দুই পক্ষের অবস্থানের মধ্যে বিকেল চারটার পরে হাতাহাতির ঘটনা ঘটে। এর এক পর্যায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা মধুর ক্যান্টিনে এসে নতুন ছাত্র সংগঠনের নাম ও দায়িত্বপ্রাপ্ত নেতাদের নাম ঘোষণা করেন।

নতুন ছাত্রসংগঠন 'গণতান্ত্রিক ছাত্র সংসদ'-এর কেন্দ্রীয় আহ্বায়কের দায়িত্ব পাওয়া আবু বাকের মজুমদার ছাত্র-জনতার অভু্যত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখসারির অন্যতম সমন্বয়ক ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের শিক্ষার্থী। ২০১৯-২০ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি। গণঅভু্যত্থানে সরকার পরিবর্তনের পর কার্যক্রম স্থগিত হওয়া ছাত্রসংগঠন 'গণতান্ত্রিক ছাত্রশক্তি'র ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব ছিলেন আবু বাকের মজুমদার।

এই সংগঠনের কেন্দ্রীয় সদস্যসচিবের দায়িত্ব পাওয়া জাহিদ আহসানও সাবেক সমন্বয়ক ও বর্তমানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় দপ্তর সেলের সম্পাদক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। জাহিদ একসময় ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক ছিলেন।

নতুন ছাত্রসংগঠনের কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক করা হয়েছে তাহমিদ আল মুদাসসির চৌধুরীকে। আর মুখপাত্রের দায়িত্ব পেয়েছেন আশরেফা খাতুন। তারা দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এছাড়া তৌহিদ মোহাম্মদ সিয়ামকে সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং রিফাত রশীদকে সিনিয়র সদস্যসচিব করা হয়েছে।

সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক করা হয়েছে সাবেক সমন্বয়ক আবদুল কাদেরকে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৯ দফা কর্মসূচি ঘোষণা করে আলোচনায় এসেছিলেন তিনি। কাদেরের সঙ্গে সদস্যসচিব হিসেবে আছেন মহির আলম। কাদের ও মহির দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। কাদের আগে ছাত্রশক্তির সঙ্গে যুক্ত ছিলেন আর মহির ছাত্রলীগের সঙ্গে যুক্ত থাকলেও কোনো পদে ছিলেন না।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখ্য সংগঠক হয়েছেন হাসিব আল ইসলাম আর মুখপাত্র হয়েছেন রাফিয়া রেহনুমা হৃদি। দুজনই বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এই দুই সমন্বয়ক গণতান্ত্রিক ছাত্রশক্তিরও নেতা ছিলেন।

এছাড়া লিমন মাহমুদ হাসানকে সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আল আমিন সরকারকে সিনিয়র সদস্য সচিব করা হয়েছে।

এদিকে, ছাত্রদের নতুন সংগঠনের আত্মপ্রকাশের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানের মধ্যে উত্তেজনা তৈরি হয়। মধুর ক্যান্টিনের সামনে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের একটি পক্ষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশীদের পক্ষে স্স্নোগান দেন। অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয় ও উত্তরার কমিটি দেওয়ার দাবি জানিয়ে স্স্নোগান দেন আরেকপক্ষ। এ নিয়ে উত্তেজনার এক পর্যায়ে তাদের মধ্যে কিছুটা হাতাহাতিও হয়।

রিফাত রশিদকে নতুন দলে না রাখার গুঞ্জনে একদলের স্স্নোগান ছিল 'রিফাত রশিদের ভয় নাই রাজপথ ছাড়ি নাই'। বিপরীতে 'আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই', 'উত্তরায় বৈষম্য মানি না মানব না' স্স্নোগান ছিল অন্যপক্ষের।

মঞ্জুরুল ইসলাম নামের এক শিক্ষার্থী বলেন, 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উত্তরার পূর্ব ও পশ্চিমে কমিটি এখনও দেয়া হয়নি। তারা এখন নতুন দল ঘোষণা করতে চাচ্ছেন। এটা অবশ্যই বৈষম্য।'

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রিফাত রশিদের ভূমিকা আপনারা সবাই জানেন। তাকে বাদ দিয়ে যদি কোন কমিটি হয় তা কখনও আমাদের ম্যান্ডেট নিয়ে হতে পারে না।'

বৈষম্যবিরোধী আন্দোলনের এক সমন্বয়ক বলেন, 'গত কয়েকদিনে উত্তরায় বৈষম্যবিরোধী আন্দোলনের নামে কয়েকজন কিছু বেআইনি কাজ করেছে। তারাই এখন এখানে এসে স্স্নোগান ধরেছে।'

গত ১৯ ফেব্রম্নয়ারি রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে রিফাত রশীদ বলেছিলেন, যারা সংগঠনটির মধ্যে থেকে নতুন কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হতে চান, তাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পদ ছাড়তে হবে।

সাবেক সমন্বয়করা জানান, নতুন ছাত্র সংগঠনের নীতি হবে 'স্টুডেন্টস ফার্স্ট' ও 'বাংলাদেশ ফার্স্ট'। ছাত্র-নাগরিকের স্বার্থ বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবেন তারা। নতুন ছাত্রসংগঠন কারও লেজুড়বৃত্তি করবে না। কোনও 'মাদার পার্টি'র এজেন্ডা বাস্তবায়ন করবে না। নতুন সংগঠনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্বে নির্বাচন করা হবে।##

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে