মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

কদমতলীতে কলেজ শিক্ষার্থীর রহস্যজনক মৃতু্য

যাযাদি রিপোর্ট
  ০১ মার্চ ২০২৫, ০০:০০
কদমতলীতে কলেজ শিক্ষার্থীর রহস্যজনক মৃতু্য

রাজধানীর কদমতলী থানার শ্যামপুর পালপাড়া এলাকায় মাহিয়া (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর রহস্যজনক মৃতু্য হয়েছে। তিনি ফজলুল হক কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী।

শুক্রবার বিকাল সাড়ে পাঁচটায় দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

মৃত মাহিয়ার বাবা মজিবুর রহমান বলেন, 'আমার মেয়ে ফজলুল হক কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। বেলা তিনটার দিকে সবার অগোচরে নিজের ঘরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে থাকে। পরে আমরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।'

কী কারণে সে গলায় ফাঁস দিয়েছে এ বিষয়ে তার বাবার কাছে জানতে চাইলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, 'মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি কদমতলী থানা পুলিশকে জানিয়েছি।' তিনি আরও বলেন, 'কি কারণে ওই শিক্ষার্থী গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে সে বিষয়টি তার পরিবার জানাতে পারেনি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে