মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

ডিম্বাশয়ের ক্যানসার নীরব ঘাতক

নারীদের প্রজননতন্ত্রের ক্যানসারের মধ্যে ডিম্বাশয়ের ক্যানসার অন্যতম। এই ক্যানসার সাধারণত শেষ পর্যায়ে এসে নির্ণয় হয়- কারণ রোগীদের উপসর্গগুলো নির্দিষ্ট থাকে না এবং চিকিৎসকের শরণাপন্ন হয় শেষ পর্যায়ে- যখন তেমন কিছু করার থাকে না।
  ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
ডিম্বাশয়ের ক্যানসার নীরব ঘাতক
.

স্ত্রী প্রজননতন্ত্রের ক্যানসার কি? নারীদের প্রজননতন্ত্রের ক্যানসারের মধ্যে ডিম্বাশয়ের ক্যানসার অন্যতম। ডিম্বাশয়ের ক্যানসারে মৃতু্য হার অনেক বেশি (২৫-৫০ শতাংশ)। ডিম্বাশয়ের আবরণ, ডিম্বনালি ও পেরিটেনিয়ামের ক্যানসারকে একসঙ্গে ডিম্বাশয়ের ক্যানসার বলে- কারণ তাদের উপসর্গ, রোগনির্ণয় পদ্ধতি ও চিকিৎসা পদ্ধতি একই রকম। এই ক্যানসার সাধারণত শেষ পর্যায়ে এসে নির্ণয় হয়- কারণ রোগীদের উপসর্গগুলো নির্দিষ্ট থাকে না এবং চিকিৎসকের শরণাপন্ন হয় শেষ পর্যায়ে- যখন তেমন কিছু করার থাকে না। রোগের দুর্ভোগ কমিয়ে প্রশান্তিময় মৃতু্য নিশ্চিত করা দায়। উপসমসমূহ: এই ক্যানসারের নির্দিষ্ট কোনো উপসর্গ থাকে না। ১. ক্ষুধামন্দা ২. অল্প খেলেই পেট ভরা মনে হয়। ৩. পেট বড় হয়ে যাওয়া ৪. পেটে ব্যথা অনুভব করা ৫. পেটে চাকা অনুভব করা ৬. ওজন কমে যাওয়া ৭. ঘন ঘন প্রস্রাব হওয়া। উপরের উপসর্গগুলো যদি মাসের ১২ দিনের বেশি হয় এবং ১ (এক) বছর পর্যন্ত স্থায়ী হয় তাহলে অব্যশই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। ঝুঁকিতে কারা? ১. পারিবারিক ক্যানসারের ইতিহাস আছে, যেমন- ডিম্বাশয়, কোলন, পাকস্থলী, স্তন ক্যানসার। ২. যারা কখনো গর্ভধারণ করেনি। ৩. যাদের ওজন বেশি। ৪. যাদের মাসিক শুরু হয় অল্প বয়সে আর মেনোপজ হয় দেরিতে। ৫. মেনোপজের পর হরমোন থেরাপি নিলে। ৬. অধিক বয়স্ক নারী ও অল্প বয়সের মেয়ে। রোগ শনাক্তকরণ : ১. মাত্র ২০ শতাংশ রোগী প্রাথমিক পর্যায়ে নির্ণয় করা সম্ভব। ২. শারিরীক পরীক্ষার পাশাপাশি পেটের আল্টাসনোগ্রাম। টিউমার মার্কার, পূর্বে পেটের সিটি স্ক্যান ইত্যাদি করে রোগ নির্ণয় করা যায়। চিকিৎসা : ১. প্রাথমিক পর্যায়ে নির্ণয় করা গেলে সার্জারি করা সম্ভব। ২. সার্জারি ছাড়া ও কেমোথেরাপি, টারগেটেড থেরাপি ও দেয়া হয়। ৩. অ্যাডভান্স পর্যায়ে আগে কেমোথেরাপি দিয়ে পরে সার্জারি করা হয়। পরিশেষে এটাই বলতে চাই যে, যেহেতু ডিম্বায়ের ক্যানসারের উপসর্গ কম ও নির্দিষ্ট এবং মৃতু্য হার বেশি- তাই একটু উপসম দেখা দিলেই চিকিৎসকের পরামর্শ নিন ও সুস্থ থাকুন। ডা. পবিনা আফরোজ পারভীন স্ত্রীরোগ, প্রসূতি এবং স্ত্রীরোগ ক্যানসার ও ল্যাপারোস্কোপিক সার্জন কনসালটেন্ট, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ঢাকা চেম্বার : আলোক হেলথকেয়ার, মিরপুর-১০, ঢাকা। হটলাইন: ১০৬৭২

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে