রাজবাড়ীর পদ্মা নদীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় এক জেলের জালে ধরা পড়েছে ২৯ কেজি ওজনের বিশাল বাগাড় মাছ। সোমবার ভোরে জেলে মো. জয়নাল সরদারের জালে মাছটি ধরা পড়ে। পরে সকালে তিনি মাছটি দৌলতদিয়া মৎস্য আড়তে নিয়ে এলে স্থানীয় চান্দু মোলস্না নামে এক ব্যক্তি ১০৫০ টাকা কেজি দরে মাছটি কিনে নেন।
জয়নাল সরদার বলেন, রোববার মাঝ রাতে দৌলতদিয়া ছয় নম্বর ফেরিঘাট এলাকায় জাল ফেলে বসেছিলাম। ভোরের দিকে জালে জোরে ধাক্কা লাগলে বুঝতে পারি যে বড় কোনো মাছ ধরা পড়েছে। অনেকটা সময় নিয়ে জাল ওঠানোর পর দেখতে পাই বিশাল একটি বাগাড় ধরা পড়েছে। দৌলতদিয়া ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী চান্দু মোলস্না জানান, জেলে জয়নাল সরদারের কাছ থেকে ১০৫০ টাকা কেজি দরে ৩০ হাজার ৪৫০ টাকা দিয়ে জীবিত মাছটি কেনার পর ঢাকার বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করি। শেষ পর্যন্ত হাবিব নামে এক ব্যক্তির কাছে ৩১ হাজার ৯০০ টাকায় মাছটি বিক্রি করেছি।
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd