শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

ইবিতে মেস ম্যানেজারের সঙ্গে শিক্ষার্থীদের মারামারি আহত ৭

ইবি প্রতিনিধি
  ১৫ মে ২০২৪, ০০:০০
ইবিতে মেস ম্যানেজারের সঙ্গে শিক্ষার্থীদের মারামারি আহত ৭

বকেয়া বিদু্যৎ বিল চাওয়া নিয়ে মেস ম্যানেজারের সঙ্গে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের মারামারির ঘটনা ঘটেছে। সোমবার রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন নুরজাহান ছাত্রী মেসে এই ঘটনা ঘটে। এতে এক সাংবাদিকসহ উভয়পক্ষের অন্তত ৭ জন আহত হন বলে জানা গেছে।

আহতরা হলেন- আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের আবু হানিফ পিয়াস, সমাজকল্যাণ বিভাগের সাকিব আহমেদ, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের নাইম রেজা ও ইংরেজি বিভাগের হৃদয় আবির। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্র। আহত অন্যরা হলেন- মেস ম্যানেজার বিবেক বিশ্বাস, স্থানীয় বাসিন্দা আশিক হোসেনসহ এক বিশ্ববিদ্যালয় সাংবাদিক।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই মেসে থাকেন বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্রী ফারিহা খাতুন। তার গত কয়েক মাসের বিদু্যৎ বিল বকেয়া ছিল। বকেয়া বিদু্যৎ বিল চাওয়া নিয়ে মেস ম্যানেজারের সঙ্গে কথা কাটাকাটি হয় তার। এ সময় মেস ম্যানেজার তার সঙ্গে বাজে আচরণ করে বলে জানায় ওই ছাত্রী। বিষয়টি ফারিহা তার ছেলে বন্ধু পিয়াসকে অবহিত করেন। পরে তিনি হলে থাকা তার বন্ধুদের নিয়ে ওই মেসে যান। এ সময় তাদের সঙ্গে ম্যানেজারের বাগ্‌বিতন্ডা ও হাতাহাতি হয়। একপর্যায়ে স্থানীয়রা একত্রিত হয়ে শিক্ষার্থীদের ওপর হামলা করেন। এতে পিয়াসসহ সাকিব আহমেদ, হৃদয় আবির এবং নাঈম রেজা আহত হন বলে জানা গেছে।

এদিকে মেসের ম্যানেজার ও স্থানীয় আশিক হোসেনও আহত হন বলে দাবি করেন স্থানীয়রা। পরে স্থানীয়রা কয়েকজন সাধারণ শিক্ষার্থীকেও মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সেখানে সংবাদ সংগ্রহ করতে গেলে এক সাংবাদিকও আহত হন। পরে শৈলকুপা থানাধীন রামচন্দ্রপুর পুলিশ ফাঁড়ি থেকে দুইজন পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় মাতব্বরকে সঙ্গে নিয়ে উভয়পক্ষের মধ্যে সমোঝোতা করে দেন।

এই বিষয়ে রামচন্দ্রপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) তৌহিদুল ইসলাম বলেন, ঘটনা শোনার পরপরই আমরা এখানে এসেছি। উভয় পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসা করা হয়েছে। তবে কেউ আইনগত পদক্ষেপ নেওয়ার দাবি জানালে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে