আসন্ন পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশ ব্যাংক অফিসের সময়সূচি নির্ধারণ করেছে। কেন্দ্রীয় ব্যাংক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশে কার্যরত সকল ব্যাংক-কোম্পানীর অফিস এই সময়সূচি অনুযায়ী চলবে। লেনদেনের সময়সূচি হবে- রোববার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। লেনদেন হবে সকাল নাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। এছাড়া যোহরের নামাজের জন্য দুপুর ১টা ১৫মিনিট থেকে বেলা দেড়টা পর্যন্ত বিরতি নির্ধারণ করা হলেও রমজানের আগের সময়ের মতো নিয়মানুযায়ী অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেনদেনের কাজ অব্যাহত থাকবে। পবিত্র রমজান মাস শেষে ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি আগের নিয়মে পরিচালিত হবে। সংবাদ বিজ্ঞপ্তি