শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

নতুন রেকর্ড গোলাম সারোয়ারের

ক্রীড়া প্রতিবেদক
  ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
নতুন রেকর্ড গোলাম সারোয়ারের

জাতীয় অ্যাথলেটিক্সের শটপুট ইভেন্টে নতুন রেকর্ড গড়েছেন গোলাম সারোয়ার। ভেঙ্গে দিয়েছেন ২০১৯ সালে মোহাম্মদ ইব্রাহিমের ১৪.৫৩ মিটার দূরত্বের রেকর্ডটি। নৌবাহিনীর একজন সিল কমান্ডার গোলাম সারোয়ার। দেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা বিশেষ বাহিনীর (সোয়াত) অন্যতম একজন সদস্যও তিনি। এক সময় ক্রিকেট খেলা নৌবাহিনীর এই সদস্য এখন দেশের রেকর্ডগড়া অ্যাথলেট।

২০১১ সালে তৃতীয় বিভাগ ক্রিকেট খেলতেন যশোর ঝিকড়গাছার ছেলে গোলাম সারোয়ার। পেস বোলিং আক্রমণে দারুন দক্ষতা ছিল তার। হাতের কব্জিতে প্রচন্ড জোর। তবে ক্রিকেট ছেড়ে ২০১৪ সালে নৌবাহিনীতে সাধারণ সৈনিক হিসেবে যোগ দেন সারোয়ার। পরের বছর আন্তঃঘাটি অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় অংশ নিয়ে শটপুটে চমক দেখান। তার খেলা দেখে নৌবাহিনী ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড ডেকে পাঠায়। সেই থেকে অ্যাথলেটিক্সে যাত্রা শুরু তার। প্রথম দিকে খুব একটা সুবিধা করতে পারেননি কৌশল রপ্ত করতে না পারায়। ধীরে ধীরে পরিণত হয়েছেন। ২০১৫ সাল থেকে জাতীয় চ্যাম্পিয়র্নশিপে খেলতে শুরু করেন। ২০২২ সালের সামার মিটে ১৪.২৩ মিটার দূরত্বে স্বর্ণপদক জিতে নিজেকে জানান দেন। ওই বছরের জাতীয় মিটে ১৩.৮৬ মিটার দূরত্বে খেলে রূপা জিতলেও নিজের তখত উদ্ধার করেন একই বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত জাতীয় মিটে। এবারের আসরে নিজেকে আরও মেলে ধরেন ৩০ বছর বয়সি এই অ্যাথলেট। ১৪.৮৯ মিটারে নতুন রেকর্ড গড়ে সাউথ এশিয়ান (এসএ) গেমসে ভালো করার প্রত্যয় ব্যক্ত করলেন গোলাম সারোয়ার, 'অনুশীলনে আমি ১৫.১০ মিটারে খেলেছি। তবে কব্জিতে ব্যথা থাকায় জাতীয় মিটে এসে এই দূরত্বে শটপুট মারতে পারিনি। তবে আশা করি, এসএ গেমসে সুযোগ পেলে এবং ১৫ কিংবা ১৬ মিটারে খেলতে পারলে দেশের জন্য পদক বয়ে আনতে পারব।'

অপর্যাপ্ত অনুশীলন এবং অপ্রতুল খাবারও নাকি শটপুটারদের ভালো না করার কারণ। ছয় ফুট উচ্চতার গোলাম সারোয়ার বলেন, 'আমরা নৌবাহিনীর পাকা রাস্তায় অনুশীলন করি। কোনো কোচও নেই। উপরন্তু একজন শটপুটারের যে পরিমাণ খাবারের প্রয়োজন, তাও অপ্রতুল। কোনো পুষ্টিবিদ নেই। যে বেতন পাই তা দিয়ে ঘর ভাড়া ও সংসার চালিয়ে আর কিছুই থাকে না। কোয়ার্টারে থাকি না, সেখানে থাকলেও বেতন থেকে তার ভাড়া কাটা হয়। তাই মা-বাবাকে নিয়ে আলাদা বাসায় থাকি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে